মিস্টার ইয়া মিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিস্টার ইয়া মিস
পরিচালকঅন্তরা মলি
সৎচিত পুরাণিক
প্রযোজকরাম গোপাল বর্মা
সুনীল চৈনানী
সমীর শ্রীবাস্তব
রচয়িতাঅন্তরা মলি
শ্রেষ্ঠাংশেঅন্তরা মলি
আফতাব শিবদাসানি
রিতেশ দেশমুখ
সুরকারঅমর মোহিলে
নিতিন রায়কোয়ার
রঙ্কিনি গুপ্ত
মুক্তি
  • ২ ডিসেম্বর ২০০৫ (2005-12-02)
স্থিতিকাল১৩৬ মিনিট
ভাষাহিন্দি

মিস্টার ইয়া মিস (হিন্দি: मिस्टर या मिस, অনুবাদ'জনাব নাকি জনাবা') ২০০৫ এর ২ ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র যেখানে আফতাব শিবদাসানি একদিন ঘুম থেকে উঠে দেখেন যে তিনি নারী হয়ে গেছেন।[১][২]

সারাংশ[সম্পাদনা]

এক কামুক পুরুষ আকস্মিকভাবে তার অনেক মেয়েবন্ধুদের মধ্য হতে একজনের দ্বারা মারা যান। তিনি তখন এক নারীদেহে মূর্ত হন। এটা তার জন্য কোন দ্বিতীয় সুযোগ (পুনর্জন্ম) নয় তবে তার আগের জীবনের কাজের শাস্তি। 'সঞ্জয়' থেকে ঐ পুরুষ 'সঞ্জনা'তে রূপান্তরিত হন এবং তার বন্ধু শেখরের কাছে তিনি সঞ্জয়ের বোন পরিচয় দেন, অন্যান্য মানুষদের কাছেও সঞ্জনা নিজেকে সঞ্জয়ের বোন বলেন।

ধীরে ধীরে নারীদের জীবনধারণ করে তিনি তার ভুলগুলো বুঝতে পারেন এবং চলচ্চিত্রটির শেষে ঈশ্বর তাকে পুনরায় পুরুষে রূপ দেন।

অভিনয়ে[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]