মিয়েট নদী
মিয়েট নদী | |
---|---|
আথাবাস্কা নদীতে পতনের পূর্বে মিয়েট নদী | |
দেশ | কানাডা |
প্রদেশ | আলবার্টা |
অববাহিকার বৈশিষ্ট্য | |
মূল উৎস | মিয়েট গিরিপথ ১,৬৪৩ মিটার (৫,৩৯০ ফুট) ৫২°৫৭′১৮″ উত্তর ১১৮°৩৫′০২″ পশ্চিম / ৫২.৯৫৫০০° উত্তর ১১৮.৫৮৩৮৯° পশ্চিম |
মোহনা | আথাবাস্কা নদী ১,৩২১ মিটার (৪,৩৩৪ ফুট) ৫২°৫১′৫৫″ উত্তর ১১৮°০৪′১২″ পশ্চিম / ৫২.৮৬৫২৮° উত্তর ১১৮.০৭০০০° পশ্চিম |
মিয়েট নদী (/ˈmaɪ.ɛt/ অথবা /maɪˈɛt/) কানাডার আলবার্টা প্রদেশের জেসপার জাতীয় উদ্যানের ভিতরে কানাডিয় রকি পর্বতমালার অন্তর্গত নদী। জেসপার জাতীয় উদ্যানের অন্যান্য অনেক ভৌগোলিক প্রপঞ্চের নামের মত মিয়েট নদীর নাম ক্রী ভাষা হতে উদ্ভূত, যার অর্থ 'বড় শিং ওয়ালা ভেড়া'।[১] নদীটির উৎপত্তি মিয়েট গিরিপথে, এবং মোহনা আথাবাস্কা নদীতে। এটি আথাবাস্কা নদীর অন্যতম উপনদী। প্রবাহপথে নদীটির গুটিকয়েক উপনদী আছে।
প্রবাহ[সম্পাদনা]
মিয়েট নদীর ব্যুৎপত্তি, মিয়েট গিরিপথে মরেন পর্বতের পাদদেশে। এখানে ব্রিজল্যান্ড পর্বত, স্যালিয়েন্ট পর্বত, ম্যাককর্ড পর্বত এবং বিউপ্রি পর্বতে বারিপাত ও বরফ গলিত পানি জমা হয়ে মিয়েট নদীর প্রাথমিক প্রবাহ তৈরী করে। নদীটি কানাডিয় রকিজের দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিকে প্রবাহিত হয়ে জেসপার শহরের দক্ষিণ দিকে টেকারা লজের কাছে আথাবাস্কা নদীতে মিশেছে।[১]
মিয়েট মেঠোপথ[সম্পাদনা]
মিয়েট নদীর সমান্তরালে, নদীর তীর ধরে প্রায় ৪৩.৫ কিলোমিটার মিয়েট মেঠো পথ আছে। মেঠোপথটি কিছু অংশ একটি পরিত্যক্ত রেলপথের উপর দিয়ে চলে গেছে। রিংক কেবিন এই মেঠোপথের পাশে থাকা উল্লেখযোগ্য স্থান।[২]
উপনদী[সম্পাদনা]
- রিঙ্ক ব্রুক
- ক্লিয়ারভোঁ নালী
- মিনাগা নালী
- মুহিগান নালী
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ Karamitsanis, Aphrodite (1991). Place Names of Alberta, Volume 1. Calgary: University of Calgary Press, pg. 164-165
- ↑ Patton, Brian. Canadian Rockies Trail Guide Google Books, 2011. Retrieved 5 March 2019.