মিথ্যাবাদী কূটাভাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দর্শনযুক্তিবিদ্যায়, ধ্রুপদী মিথ্যাবাদী কূটাভাস বা লায়ার্স প্যারাডক্স (ইংরেজি: Liar Paradox) হলো মিথ্যাবাদী কর্তৃক তার মিথ্যা বলার স্বীকারোক্তি: এখানে, মিথ্যাবাদী বললো যে, “আমি মিথ্যা বলছি”। যদি মিথ্যাবাদী সত্যিকার অর্থেই মিথ্যা বলে থাকেন, তাহলে সে সত্য বলছে, যার মানে হচ্ছে সে মিথ্যা বলছে। যদি মিথ্যাবাদী মিথ্যাই বলে থাকে, তাহলে মিথ্যাবাদী আসলে সত্য বলছে, যার মানে হচ্ছে মিথ্যাবাদী মিথ্যা বলছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]