মিথিলা শর্মা
মিথিলা শর্মা | |
---|---|
জাতীয়তা | নেপালি |
পেশা | অভিনেত্রী, নৃত্যশিল্পী |
উচ্চতা | ১.৬৭ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) |
দাম্পত্য সঙ্গী | মোতি লাল বোহোরা |
মিথিলা শর্মা (নেপালি: मिथिला शर्मा) হলেন একজন নেপালি অভিনেত্রী ও নৃত্যশিল্পী।[১] তিনি নেপালি চলচ্চিত্র, টিভি ধারাবাহিক, গীতিনাট্য ও বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য দেশটিতে পরিচিত। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল মাস্ক অব ডিজায়ার (২০০০), আনডান বাই লাভ (২০০৪) ও কার্মা (২০০৬)।[২] তিনি দেশটির কান্তিশ্বরীতে ও সেন্ট মেরিজ হাইস্কুলে গান ও নাচ শিখিয়ে থাকেন।[৩]
জীবনী
[সম্পাদনা]মিথিলা শর্মা গৃহ বিজ্ঞান ও নাচের উপরে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি অভিনয় করেছেন শতাধিক চলচ্চিত্রে, অভিনয় করেছেন দশের অধিক টিভি ধারানাহিকে, অভিনয় করেছেন বিভিন্ন গীতিনাট্যে। এছাড়াও, বিভিন্ন স্টেজ শোতেও দেখা গিয়েছে তাকে।
তার অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম বিশ্বাস। তার অভিনীত চলচ্চিত্র মাস্ক অব ডিজায়ার ব্যাপক প্রশংসা কুড়ায় এবং চলচ্চিত্রটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।[৪] তিনি ঐ চলচ্চিত্রে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল: মুকুন্দো, সুখা দুখা, দিদি, মুনা মদন, বাসাই, আমা এবং আফনো বানছে।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]মিথিলা শর্মা ২০১৪ সালে নেপালের পুলিশ বিভাগের সাবেক প্রধান মোতি লাল বোহোরার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Raut, Karita (৬ ডিসেম্বর ২০০৮)। "Danseuse par excellence"। The Himalayan Times। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৬।
- ↑ "Mithila Sharma"। www.imdb.com। IMDB। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৬।
- ↑ "Dancer at heart"। The Himalayan Times। ৩ জানুয়ারি ২০০৪। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৬।
- ↑ "REVIEW Mask of Desire"। nepalitimes.com। ১৭ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৬।
- ↑ "Mithila Sharma to marry ex-IGP Motilal Bohara"। nepaliactress.com। ৪ মে ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৬।