মিউজিক্সম্যাচ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিউজিক্সম্যাচ
প্রতিষ্ঠা২১ জানুয়ারি ২০১০; ১৪ বছর আগে (2010-01-21)[১]
সদরদপ্তরবোলোগ্না, ইমিলিয়া-রোমাগ্না, ইতালি
নিউ ইয়র্ক শহর, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
লন্ডন, ইংল্যান্ড, যুক্তরাজ্য
প্রতিষ্ঠাতা(গণ)মাসিমো সসিওসিওটা, জিয়ালুকা ডেল্লি কারি, ফ্রান্সেসকো ডালফিনো, গিওসেপ্পে কসস্টেনটিনো
প্রধান নির্বাহী কর্মকর্তামাসিমো সসিওসিওটা
শিল্পসঙ্গীত
কর্মচারী৩০[১]
স্লোগানWords matter (ওয়ার্ডস মেটার)
ওয়েবসাইটmusixmatch.com
চালুর তারিখ২১ জানুয়ারি ২০১০; ১৪ বছর আগে (2010-01-21)[১]
বর্তমান অবস্থাসক্রিয়
স্থানীয় গ্রাহকউইন্ডোজ, উইন্ডোজ ফোন, এন্ড্রোয়েড, আইওএস, গুগল ক্রোম, স্পোটিফাই

মিউজিক্সম্যাচ হল বিশ্বের সবচেয়ে বৃহৎতম গানের গীতিকাব্য-এর অনূক্রম,[২] যেখানে ব্যবহারকারীরা গানের গীতাকাব্য খু্ঁজতে পারেন এবং তা অন্য কারো উদ্দেশ্যে আদান-প্রদান করতে পারেন। এটির বিশ্বব্যাপী ৬০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ১৪ মিলিয়নেরও বেশি গীতিকাব্য এবং ৩০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে।[৩]

এটিতে ওয়েব, আইওএস,[৪] এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সমূহের বিভিন্ন ডিভাইস দ্বারা [৫] (ফোন, ট্যাবলেট এবং ওয়্যেরাবলেস)-এর অ্যাপ দ্বারা অ্যাক্সেসযোগ্য বা প্রবেশ করা যায় এছাড়াও সরাসরি (https://www.musixmatch.com/) তাদের নিজেস্ব ওয়েবসাইটে প্রবেশ করা যায়।

মিউজিক্সম্যাচ, যখন কোন গান শোনা বা প্লে করা হয় তখন সেই সময়ের সাথে সামঞ্জস্যসাধন করে সেই নির্দিষ্ট গানের গীতিকাব্য প্রদর্শন করে, যাকে সিঙ্ক বলে।[৫] এটির সহজাত অ্যাপগুলোতে, এটি ব্যবহারকারীর নির্দিষ্ট ডিভাইসে থাকা গানের সম্ভারের সকল গান সমূহ স্কান করে, ওই সকল গান সমূহের গীতিকাব্য খুঁজে বের করার ক্ষমতা রাখে, এছাড়াও এটি একটি স্বাভাবিক মিউজিক প্লেয়ার হিসেবে ব্যবহার করা হয়। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ডিভাইস সমূহে এটি কয়েকটি জনপ্রিয় এবং বৃহত্তর সঙ্গীত স্ট্রিমিং বা শোনার অ্যাপে অবলম্বিত হয়, যেগুলোর মধ্যে অন্যতম স্পটিফািই, গুগল প্লে মিউজিক, ডিজার, অ্যাপেল মিউজিক, রাহাপসোডি এবং রিডিও, তাছাড়াও এটি উক্ত অ্যাপলিকেশন সমূহের উপরে ভাসমান গীতিকাব্য প্রদর্শন করার ক্ষমতা রাখে।[৬]

মিউজিক্সম্যাচ প্রতিষ্ঠিত হয় ২০১০ সালের ২১শে জানুয়ারী মাসে, ইতালির'র বোলোগ্না শহরে,[৭] মাসিমো সসিওসিওটা, জিয়ালুকা ডেল্লি কারি, ফ্রান্সেসকো ডালফিনো, গিওসেপ্পে কসস্টেনটিনো দ্বারা।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. About musixmatch, musixmatch
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; :0 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  3. O'Hear, Steve। "Song Lyrics App Musixmatch Hacks Its Way To 50M Downloads/30M MAUs, Adds Spotify Support"TechCrunch। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২০ 
  4. Finalbroadcast (২০১৫-০৭-১৮)। "Apps Of The Week: Office, Tiny, Musixmatch, Panna Cookbook, Quip"Macgasm। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২০ 
  5. "Featured: Top 10 Karaoke Apps For Android - 12/3/15 | Androidheadlines.com"AndroidHeadlines.com | (ইংরেজি ভাষায়)। ২০১৫-১২-০৩। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২০ 
  6. "Get floating lyrics on Android"CNET। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২০ 
  7. O'Hear, Steve। "Lyrics Database musiXmatch Raises Further $3.7M, Says Android Has Led The Way To 10M Downloads"TechCrunch। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]