মাহবুব জামিল
মাহবুব জামিল | |
---|---|
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী | |
কাজের মেয়াদ ২১ জানুয়ারি ২০০৮ – ০৬ জানুয়ারি ২০০৯ | |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | ব্যবসা |
মাহবুব জামিল একজন বাংলাদেশী ব্যবসায়িক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তিনি মন্ত্রী পদমর্যাদায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের পরিচালক বোর্ডের উপদেষ্টা, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি এবং আইস টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাজীবন
[সম্পাদনা]মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান এবং সাংবাদিকতায় বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]মাহবুব সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান, সিঙ্গার এশিয়া এবং হংকং-এর আঞ্চলিক জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারে তিনি ২০০৮ সালের ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে যোগদান করেন। দায়িত্বের অংশ হিসেবে ২০০৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত তিনি শিল্প, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে মন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।[২][৩] ২০১১ সালের ২৮ জুলাই রবি আজিয়াটা লিমিটেডের পরিচালক বোর্ডের উপদেষ্টা হিসেবে যোগদান করেন।[৪]
তিনি পূর্বে চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের’ সভাপতি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটির সদস্য ছিলেন।[৪] তিসি সমাজবিজ্ঞান, চলচ্চিত্র ও নাটকের উপর বেশ কিছু গ্রন্থ প্রকাশ করেছেন।[১]
সম্মাননা
[সম্পাদনা]- ব্যবসা ব্যবস্থাপনায় স্যার জগদীশচন্দ্র স্বর্ণপদক (১৯৮৪)
- ব্যবস্থাপনা উৎকর্ষতায় বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনা ট্রাস্ট স্বর্ণপদক (১৯৯৫)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "ট্রাস্টিদের তালিকা"। বিশ্বসাহিত্য কেন্দ্র। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
- ↑ "প্রাক্তন মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপদেষ্টাগণ"। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
- ↑ "Mahbub Jamil appointed head of reconstituted Biman board"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২৫ ফেব্রুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ "মাহবুব জামিল"। রবি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।