বিষয়বস্তুতে চলুন

মাসুদ রানা (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Mehedi Abedin (আলোচনা | অবদান) কর্তৃক ১০:১৯, ২ ডিসেম্বর ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

মাসুদ রানা
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকমাসুদ পারভেজ
প্রযোজকমাসুদ পারভেজ
রচয়িতাকাজী আনোয়ার হোসেন
শ্রেষ্ঠাংশে
বর্ণনাকারীমাসুদ রানা
সুরকারআজাদ রহমান
চিত্রগ্রাহকআব্দুল লতিফ বাচ্চু
সম্পাদকবশির হোসেন
পরিবেশকপারভেজ ফিল্মস
মুক্তি
  • ২৪ মে ১৯৭৪ (1974-05-24)
স্থিতিকাল১৪৩ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

মাসুদ রানা হল ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী গোয়েন্দা অপরাধ মারপিটধর্মী রহস্য চলচ্চিত্র[১] মাসুদ রানা মূলত কাজী আনোয়ার হোসেন এর সৃষ্টি করা একটি কাল্পনিক চরিত্র। ১৯৬৬ সাল হতে শুরু করে সেবা প্রকাশনীর ব্যানারে প্রকাশিত মাসুদ রানা সিরিজে এই চরিত্রকে নিয়ে চার শতাধিক বই প্রকাশিত হয়েছে। এই মাসুদ রানা সিরিজের বিস্মরণ বইয়ের কাহিনী অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন অভিনেতা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা।[১] উল্লেখ্য যে এটিই সোহেল রানা অভিনীত প্রথম চলচ্চিত্র।[১]

কাজী আনোয়ার হোসেন এই চলচ্চিত্রের জন্য ১৯৭৪ সালে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা হিসেবে বাচসাস পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রে মাসুদ রানা অভিনয় করেন সোহেল রানা নিজেই তার বিপরীতে ছিলেন অলিভিয়াকবরী এছাড়া আছেন গোলাম মোস্তফা, খলিল, ফতেহ লোহানী এবং রাজ্জাক ছিলেন একটি অতিথি শিল্পী।

কাহিনি সংক্ষেপ

শ্রীলংকার ক্যান্ডিতে বেড়াতে যান মাসুদ রানা। সেখানে হোটেল মালিক থিরুর সাথে হয় বন্ধুত্ব। তার হোটেলের বারে বেয়াড়া এক খদ্দেরের সাথে হাতাহাতি হবার পরে সেই খদ্দের আহত হয়। ফলে তার বদলে ফাইটার হিসাবে নামতে হয় মাসুদ রানাকে।

কুশীলব

সংগীত

মাসুদ রানা চলচ্চিত্রের সঙ্গীত
ডিভিডি'র মোড়ক
সাবিনা ইয়াসমিন, আঞ্জুমান আরা বেগম, খুরশিদ আলম, সেলিনা আজাদ
কর্তৃক অ্যালবাম
শব্দধারণের সময়১৯৭৪
ঘরানাচলচ্চিত্রের সঙ্গীত
প্রযোজকআজাদ রহমান

মাসুদ রানা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা ও সুরারোপ করেছেন আজাদ রহমান। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, আঞ্জুমান আরা বেগম, খুরশিদ আলম, সেলিনা আজাদ।

সকল গানের গীতিকার আজাদ রহমান; সকল গানের সুরকার আজাদ রহমান

নং.শিরোনামকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."মনেরও রঙে রাঙাবো"সেলিনা আজাদ৪:৩৪

আরও দেখুন

তথ্যসূত্র

  1. স্টাফ রিপোর্টার: (১০ অক্টোবর ২০১১)। "তারকার ডায়েরি"দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১২ 

বহিঃসংযোগ