মালয় ইউনিয়ন
মালয় ইউনিয়ন ملايان اونياون | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১৯৪৬–১৯৪৮ | |||||||||||||||||||||
অবস্থা | উপনিবেশ | ||||||||||||||||||||
রাজধানী | কুয়ালালামপুর | ||||||||||||||||||||
প্রচলিত ভাষা | মালয় ইংরেজি | ||||||||||||||||||||
গভর্নর | |||||||||||||||||||||
ইতিহাস | |||||||||||||||||||||
• প্রতিষ্ঠা | ১ এপ্রিল ১৯৪৬ | ||||||||||||||||||||
• বিলুপ্ত | ৩১ জানুয়ারি ১৯৪৮ | ||||||||||||||||||||
আয়তন | |||||||||||||||||||||
১৯৪৮ | ১,৩২,৩৬৪ বর্গকিলোমিটার (৫১,১০৬ বর্গমাইল) | ||||||||||||||||||||
মুদ্রা | মালয়ী ডলার | ||||||||||||||||||||
| |||||||||||||||||||||
বর্তমানে যার অংশ | মালয়েশিয়া |
মালয়েশিয়ার ইতিহাস |
---|
ধারাবাহিকের একটি অংশ |
মালয় ইউনিয়ন ছিল মালয় রাজ্যসমূহ এবং পেনাং ও মালাক্কার প্রণালী বসতির সমন্বয়ে গঠিত একটি ইউনিয়ন। এটি ব্রিটিশ মালয়ের উত্তরসূরি এবং একটি একক সরকারের অধীনে মালয় উপদ্বীপকে একতাবদ্ধ করার জন্য গঠিত হয়। মালয়ীদের বিরোধিতার পর ১৯৪৮ সালে তা মালয় ফেডারেশন হিসেবে পুনর্গঠিত হয়।
মালয় ইউনিয়ন গঠন
[সম্পাদনা]দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে ব্রিটিশ মালয় তিনটি গ্রুপ নিয়ে গঠিত ছিল। এগুলি হল ফেডারেটেড মালয় স্টেটসের প্রটেক্টরেট, নিরাপত্তাধীন পাঁচটি মালয়ী রাজ্য এবং প্রণালী বসতির উপনিবেশ।
১৯৪৬ সালের ১ এপ্রিল ফেডারেটেড মালয় স্টেটস, আনফেডারেটেড মালয় স্টেটস ও প্রণালী বসতি নিয়ে মালয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয়। স্যার এডওয়ার্ড জেন্ট এর গভর্নর হন। ইউনিয়নের রাজধানী ছিল কুয়ালালামপুর। সিঙ্গাপুর পৃথক উপনিবেশ হিসেবে শাসিত হত।
১৯৪৫ সালের অক্টোবরে ব্রিটিশরা প্রথম ইউনিয়নের ধারণা প্রকাশ করে।[১] স্যার হ্যারল্ড ম্যাকমাইকেলকে এই বিষয়ে মালয়ী শাসকদের সমমতি আদায়ের দায়িত্ব দেয়া হয়। তিনি এতে সফল হন। শাসকরা সম্মতি দিলেও এ নিয়ে তাদের অনিচ্ছা ছিল।
ব্রিটিশ মালয় বা সিঙ্গাপুরে জন্মগ্রহণকারী এবং ১৯৪২ সালের ১৫ ফেব্রুয়ারির পূর্ব থেকে বসবাসকারী, ব্রিটিশ মালয় বা প্রণালী বসতির বাইরে জন্মগ্রহণকারী কিন্তু তাদের বাবা মালয় ইউনিয়নের নাগরিক ছিল এমন ব্যক্তি এবং ১৮ বছর হয়েছে ও ১৯৪২ সালের ১৫ ফেব্রুয়ারির পূর্বের ১৫ বছরের মধ্যে ১০ বছর ব্রিটিশ মালয় বা সিঙ্গাপুরে বসবাস করেছে এমন ব্যক্তিদেরকে নাগরিকত্ব দেয়ার বিধান করা হয়। এছাড়া আবেদনের মাধ্যমে নাগরিকত্বের ব্যবস্থাও রাখা হয়। তবে নাগরিকত্বের প্রস্তাব বাস্তবে প্রয়োগ হতে পারেনি। বিরোধিতার কারণে তা বাতিল হয়ে যায়।[২]
মালয় রাজ্যসমূহের সুলতানরা ধর্মীয় বিষয়াদি ছাড়া বাকি বিষয় ব্রিটিশদের কাছে হস্তান্তর করে। একজন ব্রিটিশ গভর্নরের অধীনে মালয় ইউনিয়নকে প্রদান করা হয়। এছাড়াও রাষ্ট্রীয় কাউন্সিল তাদের স্বায়ত্তশাসন হারায়। সুলতানদের স্থলে ব্রিটিশ রেসিডেন্টদেরকে রাষ্ট্রীয় কাউন্সিলের প্রধানের পদে বসানোর ফলে সুলতানদের রাজনৈতিক ক্ষমতা হ্রাস পায়।[৩]
১৯৪৬ সালে একটি সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। হ্যারল্ড কারওয়েন উইলান ছিলেন এর একমাত্র প্রধান বিচারপতি।[৪]
বিরোধিতা, ভাঙ্গন এবং মালয় ফেডারেশনের প্রতিষ্ঠা
[সম্পাদনা]মালয়ীরা এই ইউনিয়নের বিরোধিতা করেছিল। সুলতানদের রাজনৈতিক অধিকার চলে যাওয়ার কারণে মালয়ীরা মাথায় সাদা ব্যান্ড পড়ে শোক প্রকাশ করেছিল। ১৯৪৮ সালের ১ ফেব্রুয়ারি মালয় ইউনিয়ন বিলুপ্ত হয় এবং মালয় ফেডারেশন গঠিত হয়।
মালয়েশিয়ার উদ্ভব
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ CAB 66/50 'Policy in Regard to Malaya and Borneo'
- ↑ Carnell, Malayan Citizenship Legislation, International and Comparative Law Quarterly, 1952
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১১ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৬।
- ↑ Ming Ho, Tak। Generations: The Story of Batu Gajah। পৃষ্ঠা 165।
- Zakaria Haji Ahmad. Government and Politics (1940–2006). p.p 30-21. আইএসবিএন ৯৮১-৩০১৮-৫৫-০.
- Marissa Champion. Odyssey: Perspectives on Southeast Asia – Malaysia and Singapore 1870–1971. আইএসবিএন ৯৯৭১-০-৭২১৩-০
- Sejarah Malaysia [১]
টেমপ্লেট:British Malaya টেমপ্লেট:British overseas territories