বিষয়বস্তুতে চলুন

মার্তি বেনতোলরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মার্তি বেনতোলরা
মার্তি বেনতোলরা।
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মার্তি বেনতোলরা ফোর্ত
জন্ম (১৯০৬-১২-১৬)১৬ ডিসেম্বর ১৯০৬
জন্ম স্থান বার্সেলোনা, স্পেন
মৃত্যু ৫ জুন ১৯৭৭(1977-06-05) (বয়স ৭০)
মৃত্যুর স্থান মেক্সিকো সিটি, মেক্সিকো
উচ্চতা ১.৬৭ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান Winger
যুব পর্যায়
ফোর্ত-পিয়েঙ্ক
কাতালুনিয়া লেস কোর্তস
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯২৪–১৯৩০ এস্পানিওল ৩০ (১৬)
১৯৩০–১৯৩৩ সেভিয়া
১৯৩৩–১৯৩৭ বার্সেলোনা ৫৮ (৩১)
১৯৩৯–১৯৪০ রিয়াল ক্লাব এস্পানিয়া
১৯৪০–১৯৪৯ আতলান্তে
জাতীয় দল
১৯৩০–১৯৩৬ স্পেন ১২ (৩)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

মার্তি বেনতোলরা ফোর্ত (১৬ ডিসেম্বর ১৯০৬ - ৫ জুন ১৯৭৭) একজন প্রাক্তন স্পেনীয় ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি ফুটবল ক্লাব বার্সেলোনার আক্রমণভাগ সেট-আপের অংশ গঠন করেছিলেন যাতে রাইচ, এসকোলা, ফার্নান্দেজ এবং মুনলোচও অন্তর্ভুক্ত ছিল। তিনি ১৯৩৪ ফিফা বিশ্বকাপে স্পেনের প্রতিনিধিত্ব করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

বেনতোলরা বার্সেলোনায় জন্মগ্রহণ করেন এবং স্থানীয় দল ফোর্তপিয়েঙ্ক এবং কাতালুনিয়া দে লেস কোর্তসের সাথে যুব ফুটবল খেলা শুরু করেন। তার প্রথম উর্ধ্বতন চুক্তি ছিল রিয়াল ক্লাব দেপোর্তিউ এস্পানিওল এর সাথে এবং বেনতোলরা ১৯২৫ সালে ক্লাবের হয়ে তার প্রতিযোগিতামূলক আত্মপ্রকাশ করেন। তিনি ১৯২৯-৩০ লা লিগা মৌসুমে এস্পানিওলের হয়ে খেলেন ও ক্লাবের সাথে থাকাকালীন ১৯২৮-২৯ কোপা দেল রেই জিতেছিলেন।[]

সেভিয়া ফুটবল ক্লাবের সাথে একটি মুহূর্ত অনুসরণ করে এবং তারপর বেনতোলরা তার নিজ শহরের ক্লাব ফুটবল ক্লাব বার্সেলোনায় যোগ দেন। তিনি বার্সেলোনার সাথে দুবার কাম্পিয়নাত দে কাতালুনিয়া জিতেছেন এবং ২১ এপ্রিল ১৯৩৫ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চারটি গোল সহ ৫৮টি লা লিগা ম্যাচে ৩১টি গোল করেছেন।[]

১৯৩৭ সালে স্পেনের গৃহযুদ্ধের সময় বেনতোলরা মেক্সিকোতে চলে আসেন। তিনি মেক্সিকান ফুটবলার হোসে বান্তোলরার পিতা।[][]

ব্যক্তিগত

[সম্পাদনা]

যখন বেনতোলরা মেক্সিকোতে ফুটবল খেলছিলেন তখন তিনি মেক্সিকোর রাষ্ট্রপতি লাজারো কার্ডেনাসের নাতনি জোসেফিনা রেঞ্জেল কার্দেনাসকে বিয়ে করেছিলেন। তাদের চার সন্তান ছিল, মার্টিন, পেপে, গুয়াদেলুপ এবং জর্জ। মার্টিন এবং পেপে পেশাদার ফুটবলার ছিলেন যারা দেপোর্তিভো টোলুকা এফসি-এর হয়ে খেলেছিলেন এবং পেপে মেক্সিকোর হয়ে ১৯৭০ ফিফা বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন।[]

বেনতোলরার ভাই জোসেপও একজন ফুটবলার ছিলেন যিনি ফুটবল ক্লাব বার্সেলোনার হয়ে খেলতেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Ventolrà: Una historia deportiva... y de amor" (স্পেনীয় ভাষায়)। Sport। ১৩ নভেম্বর ২০১২। ২৬ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২৩ 
  2. "World Cup Trivia - Fathers, Sons and Brothers, Uncles and Nephews"RSSSF। ২ অক্টোবর ২০১৪। ২৬ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. Jordi Blanco (২০ জুলাই ২০১৭)। "The tour that saved FC Barcelona"ESPN। ২৮ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]