বিষয়বস্তুতে চলুন

মার্জারি ফ্রাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মার্জারি ফ্রাই
অধ্যক্ষ হিসাবে মার্জারি ফ্রাই (তার ভাই রজার ফ্রাইয়ের আঁকা)
জন্ম
সারা মার্জারি ফ্রাই

(১৮৭৪-০৩-১১)১১ মার্চ ১৮৭৪
মৃত্যু২১ এপ্রিল ১৯৫৮(1958-04-21) (বয়স ৮৪)
উচ্চশিক্ষায়তনিক কর্ম
বিদ্যালয় বা ঐতিহ্যসামারভিল কলেজ, অক্সফোর্ড
উল্লেখযোগ্য ধারণাদণ্ডবিধি সংস্কারক

সারা মার্জারি ফ্রাই (১১ মার্চ ১৮৭৪ - ২১ এপ্রিল ১৯৫৮) ছিলেন একজন ব্রিটিশ কারা-সংস্কারক এবং ম্যাজিস্ট্রেট হওয়া প্রথম সারির নারীদের একজন। তিনি হাওয়ার্ড লীগ ফর পেনাল রিফর্মের সেক্রেটারি এবং অক্সফোর্ডের সামারভিল কলেজের অধ্যক্ষ ছিলেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

ফ্রাই অক্সফোর্ডের সামারভিল কলেজে গণিত অধ্যয়ন করেছিলেন এবং ১৮৯৯ থেকে ১৯০৪ সাল পর্যন্ত সামারভিলের গ্রন্থাগারিক ছিলেন। ১৯০৪ সালে তিনি বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের নারী বাসভবনের ওয়ার্ডেন হয়েছিলেন। ১৯২৬ থেকে ১৯৩০ সাল পর্যন্ত তিনি সামারভিল কলেজের অধ্যক্ষ ছিলেন।[২] সামারভিল কলেজের স্নাতক (মিডল কমন রুম বা এমসিআর) আবাসন ভবনকে তার সম্মানে 'মার্জারি ফ্রাই হাউস' বলা হয়।[৩]

সামারভিল কলেজ লাইব্রেরিতে তার চিঠিপত্র ও কাগজপত্র সংগৃহীত রয়েছে।[৪]

অন্যান্য[সম্পাদনা]

তিনি ১৯৩৭ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত বিবিসির গভর্নর এবং ১৯৪২ সালে শুরু হওয়া ব্রেইন্স ট্রাস্ট ধারাবাহিকের অংশগ্রহণকারী ছিলেন।[৫] তার স্মৃতিতে ১৯৫৯ সালে ফ্রাই হাউজিং ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়। ১৯৯০ সালে তার সম্মানে মার্জারি ফ্রাই পুরস্কার প্রতিষ্ঠিত হয়।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Margery Fry"www.quakersintheworld.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-১৯ 
  2. "Somerville's Jubilee"। ২৩ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১২ 
  3. "A full College of the University"। ২৩ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১২ 
  4. "Special Collections"some.ox.ac.uk। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৮ 
  5. Murphy, Kate (২০১৬)। "2.2 BBC Hierarchies"। Behind the Wireless: A History of Early Women at the BBC। London: Palgrave Macmillan। পৃষ্ঠা 25। আইএসবিএন 978-1-137-49172-5ডিওআই:10.1057/978-1-137-49173-2 
  6. "home – The Howard League for Penal Reform"। Howard League। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৬