বিষয়বস্তুতে চলুন

মার্কো রাকোনিয়াৎস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মার্কো রাকোনিয়াৎস
২০২২ সালে লকোমতিভ মস্কোর হয়ে রাকোনিয়াৎস
ব্যক্তিগত তথ্য
জন্ম (2000-04-25) ২৫ এপ্রিল ২০০০ (বয়স ২৪)
জন্ম স্থান বিয়েলো পোয়ে, সার্বিয়া ও মন্টিনিগ্রো
উচ্চতা ১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
রেড স্টার বেলগ্রেড
জার্সি নম্বর ১৭
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০২:২২, ৯ জুন ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

মার্কো রাকোনিয়াৎস (সার্বীয়: Марко Ракоњац, ইংরেজি: Marko Rakonjac; জন্ম: ২৫ এপ্রিল ২০০০) হলেন একজন মন্টিনিগ্রীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সার্বিয়ার পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সার্বীয় সুপারলিগার ক্লাব রেড স্টার বেলগ্রেড এবং সার্বিয়া জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][][] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৪ সালে, রাকোনিয়াৎস মন্টিনিগ্রো অনূর্ধ্ব-১৫ দলের হয়ে মন্টিনিগ্রোর বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ছয় বছর যাবত মন্টিনিগ্রোর বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২২ সালে মন্টিনিগ্রোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মন্টিনিগ্রোর জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মার্কো রাকোনিয়াৎস ২০০০ সালের ২৫শে এপ্রিল তারিখে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিয়েলো পোয়েতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

রাকোনিয়াৎস মন্টিনিগ্রো অনূর্ধ্ব-১৫, মন্টিনিগ্রো অনূর্ধ্ব-১৭, মন্টিনিগ্রো অনূর্ধ্ব-১৮, মন্টিনিগ্রো অনূর্ধ্ব-১৯ এবং মন্টিনিগ্রো অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে মন্টিনিগ্রোর প্রতিনিধিত্ব করেছেন। মন্টিনিগ্রোর বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৬ বছরে ৪২ ম্যাচে অংশগ্রহণ করে ১১টি গোল করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
৯ জুন ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
মন্টিনিগ্রো ২০২২
সর্বমোট

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ФК Црвена звезда - Тим" [ফুটবল ক্লাব ত্রভেনা জোভেজদা – দল]। crvenazvezdafk.com (সার্বীয় ভাষায়)। বেলগ্রেড: রেড স্টার বেলগ্রেড। ৬ মে ২০১৬। ২৩ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৩ 
  2. "FK Crvena zvezda" [ফুটবল ক্লাব ত্রভেনা জোভেজদা]। uefa.com (ইংরেজি ভাষায়)। উয়েফা। ২৩ এপ্রিল ২০২৩। ২৩ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৩ 
  3. "FK Crvena zvezda" [ফুটবল ক্লাব ত্রভেনা জোভেজদা]। superliga.rs (সার্বীয় ভাষায়)। সার্বীয় সুপারলিগা। ২৩ এপ্রিল ২০২৩। ২৩ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]