মারিয়া রোসা লেগল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মারিয়া রোসা লেগল
জন্ম২১ নভেম্বর, ১৯২৬
পুয়ের্তো কর্তেস, হন্ডুরাস
মৃত্যু১৬ অক্টোবর ২০২০
জাতীয়তাহন্ডুরাস
পরিচিতির কারণ"সোসিয়েদাদ অ্যামিগোস দে লস" নিনোস প্রতিষ্ঠা

মারিয়া রোসা লেগল ছিলেন একজন হন্ডুরান ফ্রান্সিসকান রিলিজিয়াস সিস্টার যাকে হন্ডুরাসের "মাদার তেরেসা" বলা হয়। ১৯৬০-এর দশকে তিনি হন্ডুরাসের পরিত্যক্ত ও সুবিধাবঞ্চিত শিশুদের যত্ন নেওয়ার জন্য কয়েকটি আশ্রমের ব্যবস্থা করেছিলেন যার নাম দেওয়া হয়েছিল সোসিয়েদাদ অ্যামিগোস দে লস নিনোস (শিশুসঙ্ঘের বন্ধুরা)।[১][২][৩] নিউ ইয়র্ক সিটিতে ন্যাশনাল ক্যাথলিক ডেভলপমেন্ট কনফারেন্স ১৯৭৭ সালে তাকে গুড সামারিটান অ্যাওয়ার্ড প্রদান করেছিল।

জীবন[সম্পাদনা]

লেগল ১৯২৬ সালের ২১ নভেম্বরে মধ্য আমেরিকার প্রধান বন্দর হন্ডুরাসের পুয়ের্তো কর্তেসে জন্মগ্রহণ করেছিলেন। তিনি হন্ডুরান মাতা এবং ফরাসি কানাডীয় পিতার কন্যা। প্রথম জন্মদিনের আগে তার পিতা তাদের ত্যাগ করেছিলেন। ফলে তাকে একটি এতিমখানায় বড় হতে হয়েছে।[৪] শিশুদের পক্ষে অক্লান্ত প্রচেষ্টার স্বীকৃতি হিসাবে হন্ডুরাস সরকার তার সম্মানে একটি ডাকটিকিট জারি করেছিল।[৩]

কোভিড-১৯ থেকে হাসপাতালে ভর্তি[সম্পাদনা]

২০২০ সালের ১০ জুলাই সিস্টার লেগলকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং পরীক্ষায় জানা গিয়েছিল যে তিনি করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২০২০ সালের ১৮ আগস্ট তাকে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়েছিল।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sister Maria Rosa Leggol, OSF // University Honors // Marquette University"www.marquette.edu। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০২১ 
  2. ইউটিউবে video of the ceremony
  3. Sr. Maria Rose Coffee
  4. Allen, John L., Jr. (২৩ মার্চ ২০০৭)। "Sr. Maria Rosa Leggol: 'Nobody gave me this Job -- I made It'"National Catholic Reporter 
  5. "Le dan el alta médica a Sor María Rosa luego de varias semanas hospitalizada por COVID-19"Diario La Prensa। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০২১