মায়ামরা সত্র
অবয়ব
মায়ামরা সত্র অনিরুদ্ধদেব প্রতিষ্ঠা করা কাল সংহতির একটি সত্র৷[১]
ইতিহাস
[সম্পাদনা]পরম্পরা
[সম্পাদনা]মায়ামরা সত্রে মূর্তি বা মূর্তিপূজার প্রচলন নেই৷ নামঘরে মণিকুট নেই কিন্তু শাস্ত্র স্থাপনা করার জন্য ধর্মঘর আছে৷
অসমে উল্লেখযোগ্য মায়ামরা সত্র
[সম্পাদনা]- গড়পাড়া মায়ামরা সত্র: ১৭২৮-২৯ শকে অনিরুদ্ধদেবের পঞ্চম পুত্র হরিময়দেব প্রতিষ্ঠা করেন৷
- মদারখাট মায়ামরা সত্র
- মায়ামরা গোঁসাইর থান: তিনিচুকীয়া জেলার ডুমডুমার বরহাপজানে অবস্থিত৷
- নিত্যানন্দ গোসাঁইর থান: নিত্যানন্দদেবের মৃতদেহ গোপনে সৎকার করা শিবসাগরের কাথপাড়া নামের স্থানে অবস্থিত সত্র৷
- গোসাঁইর ভেটি: যোরহাটের মালৌ পথারে বড়ভেটি বানানো ইত্যাদি কাজ করার সময় মায়ামরীয়া মহন্তদের বসবাসস্থল৷
- পুরণিমটীয়া থান: টিয়ক বাগিচার মাঝে অবস্থিত৷
- পুরণিমাটি মায়ামরা সত্র: যোরহাটের পার্বত্য মৌজায় অবস্থিত৷
- নাহরণি থান: উত্তর লখিমপুরের নারায়ণপুরে অবস্থিত অনিরুদ্ধদেবের সমাধি স্থান
- বিষ্ণু বালিকুঞ্চি সত্র: উত্তর লখিমপুরের ধলপুরে অবস্থিত অনিরুদ্ধদেবের জন্মস্থান
- টিপুক সত্র:অনিরুদ্ধদেব প্ৰতিষ্ঠা করা একটি সত্র
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ’মায়ামরা বুরঞ্জী’- শ্রীশ্রীকুমার দহোতীয়া, প্রথম প্রকাশ ২০০১, শরাইঘাট প্ৰিন্টার্স, গুয়াহাটী