মানিকলাল শীল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মানিকলাল শীল একজন বাঙালি সমাজসেবী ও দানবীর।

জীবনী[সম্পাদনা]

বাবু মানিকলাল শীলের জন্ম কলকাতার কলুটোলায়। তার পিতা পান্নালাল ও পিতামহ দানবীর, ব্যবসায়ী মতিলাল শীল। মানিকলাল বেলগাছিয়া মেডিক্যাল কলেজ সংলগ্ন রোগনিবাসের একটি অংশ পিতার নামে নির্মাণ করান। রাধাগোবিন্দ করকে আর জি কর হাসপাতালে ডিসপেন্সারি গড়ে তোলার জন্য বারো হাজার টাকা দেন মানিকলাল শীল।[১][২] ছাত্ৰরা যাতে বিনা বেতনে লেখাপড়া ও শিল্পকাৰ্য শিক্ষা করতে পারে তার জন্য তিনি বেলগাছিয়ায় একটি উচ্চ ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বেতড়ের রেনেসাঁ পুরুষ রাধাগোবিন্দ কর"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৬ 
  2. "বাঙালির চিকিৎসাশাস্ত্র-চর্চার ঐতিহ্য"কালি ও কলম (ইংরেজি ভাষায়)। ২০১২-০৪-২৬। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৬ 
  3. প্রথম খন্ড, সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৪১৫। আইএসবিএন 81-85626-65-0