মাদাগাস্কারের ভূগোল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাদাগাস্কারের ভূগোল
মহাদেশআফ্রিকা
অঞ্চলভারত মহাসাগর
স্থানাঙ্ক২০°০০′ দক্ষিণ ৪৭°০০′ পূর্ব / ২০.০০০° দক্ষিণ ৪৭.০০০° পূর্ব / -20.000; 47.000
আয়তন46th
 • মোট৫,৮৭,০৪১ কিমি (২,২৬,৬৫৮ মা)
 • স্থলভাগ99.7%
 • জলভাগ0.3%
উপকূলরেখা৪,৮২৮ কিমি (৩,০০০ মা)
সীমানাNone
সর্বোচ্চ বিন্দুমারোমোকোট্রো
২,৮৭৬ মিটার ([রূপান্তর: অনির্ধারিত একক])
সর্বনিম্ন বিন্দুভারত মহাসাগর
0 m
এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চল১২,২৫,২৫৯ কিমি (৪,৭৩,০৭৫ মা)

মাদাগাস্কার, মোজাম্বিকের পূর্বে, দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলের দক্ষিণে ভারত মহাসাগরের একটি বিশাল দ্বীপ। এর মোট আয়তন ৫৮৭,০৪০ বর্গ কিলোমিটার (২২৬,৬৬০০ বর্গ মাইল) সাথে ৫৮১,৫৪০ বর্গ কিলোমিটার (২২৪,৫৩০ বর্গ মাইল) জমি এবং ৫,৫০০ বর্গ কিলোমিটার (২,১০০ বর্গ মাইল) জলাশয় । মাদাগাস্কার বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ এবং দ্বিতীয় বৃহত্তম দ্বীপ দেশ[১] সর্বোচ্চ চূড়াটি ২,৮৭৬ মিটার (৯,৪৩৬ ফুট) উঁচুতে মেরোমোকোট্রো এ , যা দ্বীপের উত্তরে সারাতানানা ম্যাসিফ অঞ্চলে। রাজধানী আন্তানানারিভো দ্বীপের কেন্দ্রস্থলের নিকটবর্তী কেন্দ্রীয় উচ্চভূমিতে রয়েছে। এটির ১,২২৫,২৫৯ কিমি (৪৩৭,০৭৫ বর্গ মাইল) এর ২৫ তম বৃহত্তম স্বতন্ত্র অর্থনৈতিক অঞ্চল রয়েছে । মাদাগাস্কার আফ্রিকা ভূখণ্ডের থেকে ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) পূর্বে। [২]

ইতিহাস[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Island Countries Of The World"। WorldAtlas.com। ২০১৭-১২-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১০ 
  2. "About Madagascar"Cortez USA Tours & Travel। ২০১২। সেপ্টেম্বর ১৩, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৪, ২০১৭