মাঞ্জলি মসজিদ

স্থানাঙ্ক: ৪৭°০৬′২১″ উত্তর ৫১°৫৪′০২″ পূর্ব / ৪৭.১০৫৮৩৫৯° উত্তর ৫১.৯০০৫৭০১° পূর্ব / 47.1058359; 51.9005701
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


মাঞ্জলি মসজিদ
Imanǵalı meshiti
ধর্ম
অন্তর্ভুক্তিহানাফি
অবস্থান
অবস্থানআতিরাউ, কাজাখস্তান,
মাঞ্জলি মসজিদ কাজাখস্তান-এ অবস্থিত
মাঞ্জলি মসজিদ
কাজাখস্তানে অবস্থান
স্থানাঙ্ক৪৭°০৬′২১″ উত্তর ৫১°৫৪′০২″ পূর্ব / ৪৭.১০৫৮৩৫৯° উত্তর ৫১.৯০০৫৭০১° পূর্ব / 47.1058359; 51.9005701
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীইসলাম
ভূমি খনন১৯৯৯
সম্পূর্ণ হয়২০০১
বিনির্দেশ
ধারণক্ষমতা৬০০
উচ্চতা (সর্বোচ্চ)১৫ মি
গম্বুজের উচ্চতা (বাহিরে)২৩ মি
গম্বুজের ব্যাস (বাহিরে)৭ মি
গম্বুজের ব্যাস (ভেতরে)৫ মি
মিনার
মিনারের উচ্চতা২০.৭


মাঞ্জলি মসজিদ (কাজাখ: Imanǵalı meshiti/Иманғали мешіті; রুশ: Мечеть Имангали) যেটি কাজাখস্তান এর কেন্দ্রীয় আতিরাউ এলাকার সাতপায়েভ অ্যাভিনিউতে অবস্থিত। মসজিদটির নির্মাণ কাজ ১৯৯৯ সালে আরম্ভ হয় এবং তা ২০০১ সালে সম্পন্ন হয়। মসজিদটি জনসাধারণের প্রার্থনার উদ্দেশ্যে ৫ মে, ২০০১ -এ উন্মুক্ত করা হয় এবং এতে এক সাথে ৬০০ এর অধিক মুসল্লি সালাত আদায় করতে পারে।


বর্ণনা[সম্পাদনা]

মসজিদটিতে একটি বড় গম্বুজ রয়েছে যার উচ্চতা ২৩ মিটার।[১] এর বাইরের ব্যাস ৭ মিটার এবং ভিতরের ব্যাস ৫ মিটার। চারপাশের মাঠ সহ মসজিদের মোট আয়তন ১৩২৮.৩ বর্গ মিটার, শুধু মসজিদটি ১০৯৩.১ বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত আছে। এটি ২ তলা বিশিষ্ট, এতে দুটি বড় হল, পাঁচটি প্রার্থনা কক্ষ, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা প্রার্থনা কক্ষ, একটি পাঠকক্ষ, একটি মাদ্রাসা, একটি গ্রন্থাগার এবং পুরুষ ও মহিলাদের জন্য অতিরিক্ত কক্ষ রয়েছে। মসজিদের দেয়ালের উচ্চতা ১৫ মিটার।[১] প্রবেশদ্বারের দরজার উপরে ত্রাণটি যোদ্ধার শিরস্ত্রাণের মতো। মসজিদটিতে দুটি মিনার রয়েছে যার উভয়টির উচ্চতা ২০.৭ মিটার। মিম্বারের উচ্চতা ৩ মিটার এবং এটি উন্নতমানের কাঠের তৈরি। ছাদের উপরের বাকি ৬ টি ছোট গম্বুজের ব্যাস ১ মিটার। মসজিদের বাইরে ২৩৫.২ বর্গ মিটারের একটি অতিরিক্ত ভবন রয়েছে। এতে ইমাম, মুয়াজ্জিন ও তাদের পরিবারের বসবাসের জন্য আলাদা কক্ষ রয়েছে। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা শৌচাগারের ব্যবস্থা রয়েছে ।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "«Иманғали» мешіті" (কাজাখ ভাষায়)। ১০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]