মহিলা বিশ্ববিদ্যালয় সোয়াবি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহিলা বিশ্ববিদ্যালয় সোয়াবি
ধরনসরকারি
স্থাপিত২০১৬ (2016)
অধিভুক্তিHigher Education Commission of Pakistan
আচার্যGovernor of Khyber Pakhtunkhwa
উপাচার্যProf. Dr. Shahana Urooj Kazmi
অবস্থান, ,
ওয়েবসাইটwww.wus.edu.pk

মহিলা বিশ্ববিদ্যালয় সোয়াবি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াবিতে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি প্রাদেশিক সরকার দ্বারা পরিচালিত হয় এবং ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[১]

ভিশন[সম্পাদনা]

মহিলা বিশ্ববিদ্যালয় সোয়াবি বিশ্বমানের নেতা, শিক্ষাবিদ, বিজ্ঞানী, গবেষক, আইটি পেশাদার, শিল্পী, সমাজ বিজ্ঞানী, নীতি নির্ধারকদের ভাল জ্ঞান, দৃষ্টিভঙ্গি, সততা এবং নৈতিক মূল্যবোধ তৈরি করতে চায়।

মিশন[সম্পাদনা]

বিভাগ এবং অনুষদ[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়ে বর্তমানে নিম্নলিখিত বিভাগ রয়েছে। [২]

তথ্যপ্রযুক্তি বিভাগে ড. মুহাম্মদ ফুরকান আইটি ইনচার্জ হিসেবে কাজ করেন। দলের অন্য সদস্যরা হলেন ওয়াসিম খান, জোহর আলী এবং ফাওয়াদ আজম [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে ।

আরও দেখুন[সম্পাদনা]

  • গোলাম ইসহাক খান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি
  • সোয়াবি বিশ্ববিদ্যালয়
  • মহিলা বিশ্ববিদ্যালয় মারদান
  • শহীদ বেনজির ভুট্টো মহিলা বিশ্ববিদ্যালয়, পেশোয়ার
  • সরকারি স্নাতকোত্তর কলেজ (স্বাবি)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "K-P govt geared towards boosting higher education sector"tribune.com.pk। ২০১৬-০৮-২৮। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-১৯ 
  2. "Women University Swabi"। www.wus.edu.pk/। 

বহিঃসংযোগ[সম্পাদনা]