বিষয়বস্তুতে চলুন

মহম্মদ বিসমিল্লাহ খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহম্মদ বিসমিল্লাহ খান

মহম্মদ বিসমিল্লাহ খান (২৬শে এপ্রিল, ১৮৪৩ - ২০শে ডিসেম্বর, ১৮৯৫) রাধনপুর রাজ্যে বাবি রাজবংশের সপ্তম নবাব ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

[সম্পাদনা]

মহম্মদ বিসমিল্লাহ খান রাধনপুরের ষষ্ঠ নবাব মহম্মদ জোরাওয়ার শের খানের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। ১৮৭৪ খ্রিষ্টাব্দের ৯ই অক্টোবর পিতার মৃত্যু হলে তিনি সিংহাসনলাভ করেন। তিনি রাজ্যের প্রশাসনিক কাজকর্মের উন্নতি সাধন করেন ও বিচারব্যবস্থার আধুনিকীকরণের ব্যবস্থা করেন। এছাড়া তিনি একটি হাসপাতাল, একটি ইংরেজি মাধ্যম ও বেশ কিছু গুজরাটী মাধ্যম বিদ্যালয়, একটি গ্রন্থাগার, কয়েকটি সেচ খাল ও রাজ্যের প্রথম সরকারি ছাপাখানা নির্মাণ করান। দ্বিতীয় মহম্মদ শের খানমহম্মদ জালালউদ্দীন খান তার দুই পুত্র ছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Christopher Buyers। "Radhanpur, The Babi Dynasty"www.royalark.net। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৫ 
পূর্বসূরী
মহম্মদ জোরাওয়ার শের খান
মহম্মদ বিসমিল্লাহ খান
রাধনপুর রাজ্যের সপ্তম নবাব
উত্তরসূরী
দ্বিতীয় মহম্মদ শের খান