মসিউর রহমান রাঙ্গা
মসিউর রহমান রাঙ্গা এমপি | |
---|---|
জাতীয় সংসদ আসনের সংসদ সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় জানুয়ারি ২০১৪ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | রংপুর, বাংলাদেশ | জুলাই ২২, ১৯৫৮
নাগরিকত্ব | বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশ |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
শিক্ষা | বি.কম |
পেশা | পরিবহন ব্যবসা |
মসিউর রহমান রাঙ্গা (জন্ম ২২ জুলাই ১৯৫৮) একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং রংপুর-১ আসনের সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।[১] তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের ৩ ডিসেম্বর[২] থেকে ২৬ জুলাই ২০২০ পর্যন্ত জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেন।
প্রারম্ভিক জীবন[সম্পাদনা]
মসিউর রহমান রাঙ্গা ১৯৫৮ সালের ২২ জুলাই জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি রংপুর জেলার সদর উপজেলার দক্ষিণ গুপ্তপাড়ায়। শিক্ষাজীবনে তিনি বিকম ডিগ্রি অর্জন করেছেন। পড়ালেখা শেষ করে তিনি পরিবহন ব্যবসার সাথে যুক্ত হন। তিনি পরিবহন মালিকদের সংগঠন ‘বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির’ সভাপতি।[৩]
রাজনৈতিক জীবন[সম্পাদনা]
রাঙ্গা রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।[৩] ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে তিনি রংপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সমালোচনা[সম্পাদনা]
রাঙ্গা ২০১৯ সালের ১০ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত বাংলাদেশী নূর হোসেনকে নেশাগ্রস্ত, ইয়াবা ও ফেন্সিডিলসেবী অভিহিত করে দেশব্যাপী সমালোচনার মুখে পড়েন। ১৯৮৭ সালের ১০ নভেম্বর বুকে ও পিঠে "স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক" শ্লোগান লিখে রাস্তায় নেমেছিলেন নূর হোসেন। মিছিলটি ঢাকার "জিরো পয়েন্ট" এলাকায় পৌঁছালে পুলিশ পুলিশের গুলিতে তিনি নিহত হন।[৪][৫] ২০২২ সালের সেপ্টেম্বরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে জাতীয় পার্টির সব ধরনের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। [৬]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ রংপুর-১। "মো: মসিউর রহমান রাঙ্গা"। www.parliament.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২৭।
- ↑ prothomalo.com (২০১৮-১২-০৩)। "হাওলাদার বাদ, জাপার মহাসচিব রাঙ্গা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৮-১২-০৩।
- ↑ ক খ "হাওলাদারকে সরিয়ে জাতীয় পার্টির নতুন মহাসচিব রাঙ্গা"। bangla.bdnews24.com। ২০১৮-১২-০৩। সংগ্রহের তারিখ ২০১৮-১২-০৩।
- ↑ "শহীদ নূর হোসেনকে 'ইয়াবাখোর' বললেন রাঙ্গা"। Dhaka Tribune Bangla। ২০১৯-১১-১০। সংগ্রহের তারিখ ২০১৯-১১-৩০।
- ↑ "এমপি রাঙ্গার বহিষ্কার চেয়েছেন নূর হোসেনের ভাই" (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-১৩। সংগ্রহের তারিখ ২০১৯-১১-৩০।
- ↑ "রওশনকে কেন্দ্র করে জাপা থেকে বাদ পড়লেন রাঙ্গা"। Bangla Tribune। ২০২২-০৯-১৪। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১৪।