ময়মনসিংহ ধর্মপ্রদেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ময়মনসিংহ ধর্মপ্রদেশ
Dioecesis Mymensinghensis
অবস্থান
দেশবাংলাদেশ
মেট্রোপলিটনঢাকা
পরিসংখ্যান
আয়তন১৬,৪৪৮ বর্গকিলোমিটার (৬,৩৫১ বর্গমাইল)
জনসংখ্যা
- মোট
- ক্যাথলিক
(২০১৩ হিসাবে)
১৪,০১১,৯৯১
৭৬,০৪৭ (০.৫%)
তথ্য
গোষ্ঠীনামরোমান ক্যাথলিক
কৃত্যলাতিন
স্থাপিত১৫ মে, ১৯৮৭
ক্যাথেড্রালসেন্ট প্যাট্রিকের ক্যাথেড্রাল, ময়মনসিংহ
পৃষ্ঠপোষক সন্তসেন্ট প্যাট্রিক
বর্তমান নেতৃত্ব
পোপফ্রান্সিস
বিশপপল পোনেন কুবি, সিএসসি, ডিডি
মেট্রোপলিটনের প্রধান ধর্মযাজকপ্যাট্রিক ডি'রোজারিও

ময়মনসিংহ ধর্মপ্রদেশ (লাতিন: Dioecesis Mymensinghensis) বাংলাদেশের ময়মনসিংহ জেলা শহরে অবস্থিত একটি ক্যাথলিক ধর্মপ্রদেশ।[১][২] এটি ঢাকা মহাধর্মপ্রদেশের অধীনস্থ। বিশপ পনেন পল কুবি, সিএসসি, ডিডি হলেন ময়মনসিংহ ধর্মপ্রদেশ প্রধান।[৩] এই ধর্মপ্রদেশের বেশিরভাগ লোকই মান্দি (গারো) সম্প্রদায়ের। বিশপও মান্দি (গারো) আদিবাসী। মোট ৭৬,০৪৭ ক্যাথলিক এবং ৬,৬৬৫ প্রটেস্ট্যান্ট খ্রিস্টান এখানে বসবাস করে।[৪] তাঁদের অধিকাংশই গ্রামাঞ্চলে কৃষিকাজ ও দিনমজুরীর মাধ্যমে জীবিকা নির্বাহ করে এবং অনেকেই শহরে বাস করে অভিবাসী শ্রমিক হিসাবে। মান্দি (গারো) মহিলারা বিউটি পার্লার পেশায় খুব দক্ষ।

তবে ধীরে হলেও মান্দিরা এখন সরকারী ও বেসরকারী সংস্থাগুলোতে উচ্চ পর্যায়েও দায়িত্ব পালন করছেন।

সংখ্যায় কম হলেও মান্দি লেখক, সাহিত্যিক, গীতিকার ও সুরকারের লেখা কবিতা, গান, গল্প বেশ প্রশংসা অর্জন করেছে।

ইতিহাস[সম্পাদনা]

ময়মনসিংহ ধর্মপ্রদেশ ১৯৮৭ সালের আগে ঢাকা মহাধর্মপ্রদেশের অংশ ছিল। পোপ দ্বিতীয় জন পল ১৫ মার্চ ১৯৮৭ সালে এটি সৃষ্টি করেন। রেভাঃ বিশপ ফ্রান্সিস অ্যান্থনি গোমেজ ছিলেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের প্রথম বিশপ। এই ধর্মপ্রদেশটি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা ও শেরপুর এবং ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা নিয়ে গঠিত।

২০০৩ সালে বড়দিনে রেভ. পোনেন পল কুবি সিএসসি (তৎকালীন পবিত্র কৃষ্ণ সাধনা গৃহের পরিচালক, রামপুরা) ময়মনসিংহ ধর্মপ্রদেশের সহায়ক বিশপ হিসেবে নিযুক্ত হন এবং ১৩ ফেব্রুয়ারি ২০০৪ সালে ময়মনসিংহে পূত পবিত্র হন। ১৫ জুলাই ২০০৬ সালে পোপ ষোড়শ বেনেডিক্ট দ্বারা পোনেন পল কুবি সিএসসি ময়মনসিংহের দ্বিতীয় বিশপ নিযুক্ত হন। ১ সেপ্টেম্বর ২০০৬ সালে তার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নেতৃত্ব[সম্পাদনা]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]

  • অ্যাডভোকেট প্রমোদ মানকিন, এমপি, সাবেক প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
  • যোয়াকিম আশাক্রা, সামাজিক নেতা ও প্রতিষ্ঠাতা সভাপতি, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (TWA)
  • পরেশ চন্দ্র মৃ, সামাজিক নেতা ও প্রতিষ্ঠাতা সভাপতি, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ
  • সুভাষ জেংচাম, লেখক, গবেষক ও সমাজসেবক
  • আলবার্ট মানখিন, সাবেক আঞ্চলিক পরিচালক (আরডি), কারিতাস ময়মনসিংহ অঞ্চল, লেখক, গবেষক
  • থিওফিল হাজং, প্রশাসনিক সেক্রেটারি, নটর ডেম কলেজ, ময়মনসিংহ ও সাবেক কান্ট্রি ডিরেক্টর, ওয়ার্ল্ড ভিশন অব বাংলাদেশ
  • রঞ্জিত রুগা, প্রধান শিক্ষক, আস্কিপাড়া আদিবাসী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সাবেক পরিচালক, ঢাকা নক্‌মান্দি, ঢাকা গারো ক্রেডিট (নক্‌মান্দি) ইউনিয়নের প্রতিষ্ঠাতা।
  • জুয়েল আরেং, সংসদ সদস্য, ময়মনসিংহ-১, ময়মনসিংহ
  • সঞ্জিব দ্রং, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম সাধারণ এবং লেখক ও ফ্রিল্যান্স সাংবাদিক
  • বচন নকরেক, কবি ও গল্পকার
  • মতেন্দ্র মানকিন, কবি ও গীতিকার
  • জেমস জর্নেশ চিরান, কবি ও গীতিকার
  • জর্জ নীলু রুরাম, কবি
  • ড. আন্দ্রিয় এফ দ্রং, উপ-সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও কুটনীতিবিদ
  • সেবাস্টিয়ান রেমা, উপ-সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
  • রেমন্ড আরেং, উপাধ্যক্ষ, দুর্গাপুর ডিগ্রি কলেজ ও সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ, বাংলাদেশ
  • মারিয়া চিরান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কর্পোস খ্রিস্টি উচ্চ বিদ্যালয়
  • নীলিমা থিগিদী, সাবেক প্রধান শিক্ষক (প্রয়াত) , পীরগাছা সেন্ট পৌলস্উচ্চ বিদ্যালয়
  • রবেতা ম্রং, শিক্ষিকা ও আদিবাসী নারী নেত্রী
  • ওস্তাদ ফরিদ জাম্বিল, গীতিকার, সুরকার ও শিল্পী
  • অরুণ আলফ্রেড মৃ, প্রধান শিক্ষক, পীরগাছ সেন্ট পলস হাই স্কুল
  • থিওফিল নকরেক, কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক (সিডিআই), লেখক ও পিএইচডি গবেষণা ফেলো
  • অপূর্ব আর. ম্রং , আঞ্চলিক পরিচালক (আরডি), কারিতাস ময়মনসিংহ অঞ্চল
  • দীনেশ দারু, ময়মনসিংহের জজ কোর্টের অ্যাডভোকেট
  • হেমন্ত হেনরি কুবি, উপ-সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
  • সোমা হাপাং, এডিশনাল এসপি, বাংলাদেশ পুলিশ
  • লিটুস লরেন্স চিরান, উপজেলা নির্বাহী অফিসার, জামালপুর সদর, জামালপুর
  • খ্রিস্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
  • নিখিল মানকিন, সিনিয়র রিপোর্টার, দৈনিক জনকণ্ঠ
  • সুবীর জেভিয়ার নকরেক, আইটি উদোক্তা, ফাউন্ডার, নকরেক আইটি ইন্সটিটিউট
  • বাবুল ডি' নকরেক, কবি, গীতিকার, গল্পকার ও ফ্রিল্যান্স সাংবাদিক; সহপ্রতিষ্ঠাতা নকরেক আইটি ইন্সটিটিউট
  • মুনমুন নকরেক, নারী উদোক্তা , প্রতিষ্ঠাতা, আপসান; কো-ফাউন্ডার, আমানি জুমাং

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Diocese of Mymensingh, Bangladesh"GCatholic। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৯ 
  2. "Roman Catholic Diocese of Mymensingh"Academic Dictionaries and Encyclopedias (ইংরেজি ভাষায়)। ২০২০-০২-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৯ 
  3. "Mymensingh (Latin (or Roman) Diocese) [Catholic-Hierarchy]"www.catholic-hierarchy.org। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৯ 
  4. "Mymensingh Diocese Bangladesh | Diocese of Mymensingh Bangladesh | Ucanews"www.ucanews.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৯