মন্টেসিনহো ন্যাচারাল পার্ক
মন্টেসিনহো ন্যাচারাল পার্ক | |
---|---|
আইইউসিএন বিষয়শ্রেণী V (সংরক্ষিত প্রাকৃতিক ভূ-দৃশ্য/নৌদৃশ্য) | |
অবস্থান | ব্রাগান্সা, পর্তুগাল |
স্থানাঙ্ক | ৪১°৫৪′০০″ উত্তর ৬°৫২′৯″ পশ্চিম / ৪১.৯০০০০° উত্তর ৬.৮৬৯১৭° পশ্চিম |
স্থাপিত | ৩০ আগস্ট ১৯৭৯ |
ওয়েবসাইট | https://www.braganca.sp.gov.br/ |
মন্টেসিনহো ন্যাচারাল পার্ক (পর্তুগিজ: পার্কে নাতুরাল ডি মন্টেসিনহো) উত্তর-পূর্ব পর্তুগালের ভিনহাইস এবং ব্রাগান্সা পৌরসভায় অবস্থিত একটি সুরক্ষিত এলাকা। সেরা ডি করোয়া (সিয়েরা দে লাচ) এর দক্ষিণ ঢালের কিছু অংশ পার্কের মধ্যে পড়ে।
পার্কটিতে বিস্তীর্ণ জমি রয়েছে এবং ৯২ টি মনোমুগ্ধকর গ্রামে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় ৯০০০ জন। মন্টেসিনহো পার্ক সর্বনিম্ন উচ্চতা ৪৩৮ মিটার থেকে সর্বোচ্চ ১৪৮৬ মিটার পর্যন্ত উঁচু, পার্কটি বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এবং বিস্ময়কর প্যানোরামা উপস্থাপন করে।[১]
এটির একটি বৈচিত্র্যময় আভিফনা রয়েছে (প্রজননকারী পাখির ১২০ টিরও বেশি প্রজাতি), যার মধ্যে পর্তুগালে দেখা যাওয়া ৭০ ভাগ স্থলজ প্রাণীর উপস্থিতি রয়েছে, জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আইবেরিয়ান নেকড়ে। ২০১৯ সালে একটি ক্যান্টাব্রিয়ান বাদামী ভালুক দেখা গিয়েছিল। [২]
শেল ল্যান্ডস্কেপে আধিপত্য বিস্তার করে, তবে মালভূমি অঞ্চলে চুনাপাথরের দাগ এবং মন্টেসিনহো পর্বতশ্রেণীতে গ্রানাইট রয়েছে। স্থানীয় গাছের মধ্যে রয়েছে প্রুনাস এভিয়াম, উলমাস মাইনর, কোরিলাস অ্যাভেলানা, মালুস সিলভেস্ট্রিস, কোয়েরকাস পাইরেনাইকা ইত্যাদি। এটি পর্তুগালের একমাত্র জায়গা যেখানে প্রাকৃতিকভাবে ইউনিমাস ইউরোপিয়াস পাওয়া যায়। [৩]
পর্তুগাল সরকার একটি রেজিস্ট্রি রক্ষণাবেক্ষণ করে এবং তারা এজেন্সি পার্ক ন্যাচারাল ডি মন্টেসিনহোর মাধ্যমে পাল ও নেকড়ে সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে কুকুরের জাত কাও দে গাডো ট্রান্সমন্টানোকে বসতির সুবিধা দেয়। [৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ (ইংরেজি)"Montesinho Natural Park – Pure Nature at Braganca"। Tourola.eu। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৩।
- ↑ (ইংরেজি) First brown bear sighting in Portugal in over a century
- ↑ "(ইংরেজি) Native trees of Montesinho Natural Park"। Flora-On। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২১।
- ↑ Dohner, Janet Vorwald (ডিসেম্বর ১২, ২০০৭)। (ইংরেজি) Livestock Guardians: Using Dogs, Donkeys, and Llamas to Protect Your Herd। Storey Books। পৃষ্ঠা 122। আইএসবিএন 9781580176958। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৫, ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- মন্টেসিনহো ন্যাচারাল পার্ক ভ্রমণ নির্দেশিকা (ইংরেজি)
- (ইংরেজি) Birdwatching