মনে পড়ে আজও সেই দিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মনে পড়ে আজও সেই দিন
চলচ্চিত্রের পোস্টার
পরিচালক
  • অজয় সিং
  • সুদীপ্ত ঘটক
প্রযোজকপঙ্কজ আগরওয়াল
রচয়িতা
  • অজয় সিং
  • সুদীপ্ত ঘটক
শ্রেষ্ঠাংশে
সুরকার
চিত্রগ্রাহককুমুদ বর্মা
প্রযোজনা
কোম্পানি
পিবি ফিল্মস
পরিবেশক
  • ব্র‍্যান্ড ভ্যালু কমিউনিকেশন্স
  • পিবি ফিল্মস
মুক্তি
  • ৯ ডিসেম্বর ২০১১ (2011-12-09)
দেশভারত
ভাষাবাংলা

মনে পড়ে আজও সেই দিন হলো ২০১১ সালের ভারতীয় বাংলা ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন অজয় সিং ও সুদীপ্ত ঘটক। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয় কুমার মুখোপাধ্যায় ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়[১]

অভিনয়ে[সম্পাদনা]

সাউন্ডট্র্যাক[সম্পাদনা]

সকল গানের গীতিকার প্রসেন।

নং.শিরোনামগীতিকারসুরকারসঙ্গীতশিল্পীদৈর্ঘ্য
১."মেরা মন ও জানেমন"প্রসেনদেব সেনপ্রসেনজিৎ মল্লিক, অন্বেষা দত্ত গুপ্ত৪:৩৩
২."মেঘা রে"প্রসেনইন্দ্রদীপ দাশগুপ্তঅন্বেষা দত্ত গুপ্ত৪.৫১
৩."নাচ নাচ ও মাহি (দ্বৈত)"প্রসেনইন্দ্রদীপ দাশগুপ্তপ্রসেনজিৎ মল্লিক, অন্বেষা দত্ত গুপ্ত৪.৩১
৪."মনে পড়ে আজও সেই দিন"প্রসেনইন্দ্রদীপ দাশগুপ্তমধুরা ভট্টাচার্য৪.৪৯
৫."হায় র‍াম হরে হরে"প্রসেন সুজয় ভৌমিক, মৈনাক সিনহা৪.১২

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mone Pore Ajo Sei Din Movie Review, Trailer, & Show timings"Timesofindia.indiatimes.com। ২০১১-১২-১৫। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২৯