মধু নটরাজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মধু নটরাজ
জন্ম (1971-02-24) ২৪ ফেব্রুয়ারি ১৯৭১ (বয়স ৫৩)
পেশানৃত্যশিল্পী, নৃত্য পরিকল্পক, কলা শিল্পোদ্যোগী
কর্মজীবন১৯৯১ থেকে বর্তমান
বর্তমান গোষ্ঠীকত্থক ও নৃত্য পরিকল্পনার নাট্য সংস্থা 'স্টেম ডান্স কাম্পানি'
নৃত্যকত্থক, ভারতীয় সমসাময়িক নৃত্য
ওয়েবসাইটstemdancekampni.in

মধু নটরাজ (জন্ম: ২৪শে ফেব্রুয়ারি ১৯৭১) হলেন একজন ভারতীয় ধ্রুপদী ও সমসাময়িক নৃত্যশিল্পী এবং নৃত্য পরিকল্পক। তিনি বেঙ্গালুরুতে থাকেন।[১][২][৩]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

নটরাজ ১৯৭১ সালের ২৪শে ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ও মাতার নাম যথাক্রমে এম.এস.নটরাজন এবং ভারতীয় শাস্ত্রীয় নৃত্য শিল্পী মায়া রাও[২][৩][৪]

শিক্ষা[সম্পাদনা]

নটরাজ বেঙ্গালুরুর মাউন্ট কারমেল কলেজ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি বেঙ্গালুরুর নাট্য ইনস্টিটিউট অফ কত্থক অ্যান্ড কোরিওগ্রাফি থেকে নৃত্য শিখেছিলেন এবং এর সঙ্গে ভারতীয় বিদ্যা ভবনে সাংবাদিকতার কোর্সে ভর্তি হয়েছিলেন। তিনি ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য পড়াশুনা করেছেন।[৫]

মা মায়া রাও, পিসী চিত্রা ভেনুগোপাল এবং মুন্না শুক্লার অধীনে নটরাজ তাঁর কত্থক নৃত্যের প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন।[১][৩] তবে, কিশোরী বয়সে মধুর নাচের কোন ইচ্ছাই ছিলনা, ১৫ বছর বয়সেও অত্যন্ত জেদের সঙ্গে নৃত্যকে অস্বীকার করেছিলেন তিনি। পরবর্তী পাঁচ বছর ধরে, তিনি থিয়েটার থেকে চিত্রাঙ্কন, ব্যঙ্গচিত্র আঁকা থেকে শুরু করে বিজ্ঞাপন পর্যন্ত সমস্ত কিছু করেছিলেন। বেঙ্গালুরুর মাউন্ট কারমেল কলেজে বাণিজ্য নিয়ে পড়ার সময় তিনি এমন কিছু প্রকল্পের ধারণা তৈরির সুযোগ পেয়েছিলেন যেগুলির জন্য অর্থনীতি এবং পরিচালনার দক্ষতা প্রয়োজন আছে। কলেজে তাঁর শেষ বছরে, এমনকি, তিনি ক্যাট পরীক্ষার (ম্যানেজমেন্ট নিয়ে পড়ার জন্য প্রবেশিকা পরীক্ষা) জন্যও প্রস্তুতি নিচ্ছিলেন এবং পারদর্শী পরিচালন বিশেষজ্ঞ হওয়ার সমস্ত লক্ষণ তাঁর মধ্যে ছিল। কিন্তু সেইসময় তিনি দিল্লির একটি নৃত্য কর্মশালায় যোগ দিয়েছিলেন। সেই কর্মশালায় সারা বিশ্বের সমসাময়িক নৃত্যশিল্পীরা জড়ো হয়েছিলেন। সেখানে সারা পিয়ারসন তাঁকে মুগ্ধ করেন এবং নৃত্য শিল্পী হবার সিদ্ধান্ত নিয়ে ফেলেন।[৬]

নটরাজ নিউ ইয়র্কের জোসে লিমন সেন্টারের ক্যারেন পটারের কাছ থেকে সমসাময়িক নৃত্যে তাঁর প্রশিক্ষণ নিয়েছিলেন। তিনি ক্যারেন পটার এবং সারা পিয়ারসনের প্রশিক্ষণে শিখেছিলেন।[৩][৫]

তিনি ভারতের লোক ও সামরিক নৃত্যে প্রশিক্ষণ নিয়েছেন এবং বি.কে.এস আয়েঙ্গার কৌশল ব্যবহার করে যোগাসন শিখেছেন।[১]

তিনি ভারতীয় বিদ্যা ভবন থেকে সাংবাদিকতা অধ্যয়ন করেছিলেন, এবং ২০১৮ সালের হিসেব অনুযায়ী তিনি ইন্দিরা গান্ধী ওপেন বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য পড়ছেন।[৫]

পেশা[সম্পাদনা]

১৯৯৫ সালে, নটরাজ স্টেম (স্পেস. টাইম. এনারজি. মুভমেন্ট) ডান্স কাম্পানি নামে একটি নাট্য সংস্থা স্থাপন করেছিলেন। এটি নাট্য ইনস্টিটিউট অফ কত্থক অ্যান্ড কোরিওগ্রাফির পরিবেশন বিভাগ।[৫][৭]

নটরাজ বিভিন্ন নৃত্য উৎসবে নৃত্য পরিবেশন করেছেন, এগুলির মধ্যে আছে খাজুরাহোতে অনুষ্ঠিত খাজুরাহো উৎসব; দিল্লির পুরানা কিল্লা উৎসব; আহমেদাবাদের সঙ্গীত নাটক অকাদেমি আয়োজিত নৃত্য কৃতি; ব্যাবিলনের উৎসব; দিল্লি, লখনউ এবং কানাডায় অনুষ্ঠিত কত্থক মহোৎসব, টরন্টোয় অনুষ্ঠিত কলানিধি আন্তর্জাতিক নৃত্য উৎসব।[৩]

পুরস্কার[সম্পাদনা]

২০১০ সালে সৃজনশীল ও পরীক্ষামূলক নৃত্যের ক্ষেত্রে তাঁর প্রতিভার জন্য নটরাজকে সঙ্গীত নাটক অকাদেমি থেকে ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার দেওয়া হয়েছিল।[৩] ইন্ডিয়া টুডে থেকে পুরস্কৃত করা ৫০ জন যুব অর্জনকারীর মধ্যে তিনি একজন। ২০১১ সালে তিনি মোহন খোকর পুরস্কারও পেয়েছিলেন।[৩]

অন্যান্য অনুরাগের ক্ষেত্র[সম্পাদনা]

নাটরাজ পড়তে ভাল বাসেন এবং তিনি নাচ থেকে শুরু করে মহিলাদের সমস্যা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে লেখেন।[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Connections, Saigan। "Articles - KATHAK AS A SPRINGBOARD FOR CHOREOGRAPHY by Madhu Natraj"www.narthaki.com। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৭ 
  2. "Kathak with a big twist"Deccan Chronicle (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৪-০৫। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৭ 
  3. "CUR_TITLE"sangeetnatak.gov.in (ইংরেজি ভাষায়)। ২০১৮-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৭ 
  4. "Madhu Nataraj Kiran on her mother the iconic Maya Rao"mumsandstories.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৭ 
  5. Kambanna, Manasa (২০১৮-০৭-০১)। "Walking many roads"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৭ 
  6. "Walking many roads"। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০ 
  7. "Welcome to Stem Dance Kampni !"www.stemdancekampni.in। ২০১৮-১০-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৭ 
  8. Shekhar, Divya (২০১৮)। "How poetry of 12th century women mystics impacted Madhu Natraj"The Economic Times। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৭