মতিউর রহমান চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মতিউর রহমান চৌধুরী
মানবজমিনের প্রধান সম্পাদক
কাজের মেয়াদ
১৯৯৭ – চলমান
ব্যক্তিগত বিবরণ
দাম্পত্য সঙ্গীমাহবুবা চৌধুরী
সন্তানমেহজেব চৌধুরী
পুরস্কারআনন্দ আলো পুরস্কার

মতিউর রহমান চৌধুরী একজন বাংলাদেশী সাংবাদিক, সম্পাদক এবং টক-শো হোস্ট। তিনি বাংলা ভাষার ট্যাবলয়েড সংবাদপত্র মানবজমিনের প্রধান সম্পাদক। তিনি ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সংবাদদাতা হিসেবেও কাজ করেন।[১] তিনি অধুনালুপ্ত বাংলাবাজার পত্রিকার সম্পাদক ছিলেন।[২]

তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তার জন্মভূমি মৌলভীবাজারে পাকিস্তান সেনাবাহিনী দ্বারা নির্যাতিত হন।

কর্মজীবন[সম্পাদনা]

মতিউর রহমান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের পর সাংবাদিকতায় কর্মজীবন শুরু করেন দৈনিক বাংলার বাণীতে স্টাফ রিপোর্টার হিসেবে। পরে তিনি পূর্ব দেশ, দৈনিক দেশ বাংলায় প্রধান প্রতিবেদক হিসেবে এবং সংবাদ পত্রিকায় কাজ করেন।

১৯৮২ সালে, তিনি দৈনিক ইত্তেফাকে যোগ দেন , যেখানে তিনি ১০ বছর কূটনৈতিক সংবাদদাতা হিসাবে কাজ করেন। তিনি সৌদি আরবের হাফার আল-বাতিন থেকে ইত্তেফাকের জন্য উপসাগরীয় যুদ্ধের কভার করেন।

প্রথম বাংলাদেশী সাংবাদিক হিসাবে, তিনি ১৯৯০ ফিফা বিশ্বকাপ এবং পরবর্তী পাঁচটি টুর্নামেন্ট কভার করেন, ডিয়েগো ম্যারাডোনা, পাওলো রসি এবং জন বার্নেসের সাক্ষাৎকার নিয়েছেন।

তিনি নব্বই দশকের গোড়ার দিকে তিনি আজকের কাগজ পত্রিকায় সহযোগী সম্পাদক হিসেবে যোগদান করেন কিন্তু কিছুদিন পরেই পদত্যাগ করেন। ১৯৯৪ সালে তিনি সম্পাদক হিসেবে বাংলাবাজার পত্রিকার প্রতিষ্ঠা করেন।[৩] ১৯৯৭ সালে, তিনি এর প্রধান সম্পাদক হিসাবে মানব জমিন প্রতিষ্ঠা করেন।[৪]

রাজনীতি[সম্পাদনা]

তিনি মৌলভীবাজার কলেজ ছাত্র ইউনিয়নের সহসভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন এবং সংগঠনের কেন্দ্রীয় গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

মতিউর রহমান চৌধুরীর বিয়ে হয় কবি, সাংবাদিক এবং সংবাদ উপস্থাপক মাহবুবা চৌধুরীকে। তাদের একমাত্র পুত্র মেহজেব চৌধুরী একজন ব্যারিস্টার এবং একজন ফরেনসিক বিজ্ঞান এবং অপরাধ তদন্ত গবেষক।

গ্রন্থ তালিকা[সম্পাদনা]

মতিউর রহমান চৌধুরী চারটি বই প্রকাশ করেন:[৫]

  • কূটনীতির অন্দরমহল
  • ইনসাইড পলিটিকস
  • অন্তঃদৃষ্টির প্রেম
  • পলাশী থেকে বাগদাদ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "More BDR Soldiers Go on Trial for 2009 Mutiny"ভিওএ। সংগ্রহের তারিখ ২০২২-০৩-০৭ 
  2. "Matiur Rahman Chowdhury Vs. Commissioner of Taxes, Dhaka, 14 MLR (AD) (2009) 305 - The Lawyers and Jurists"www.lawyersnjurists.com। সংগ্রহের তারিখ ২০২২-০৩-০৭ 
  3. Country Reports on Human Rights Practices: Report Submitted to the Committee on Foreign Affairs, U.S. House of Representatives and Committee on Foreign Relations, U.S. Senate by the Department of State in Accordance with Sections 116(d) and 502B(b) of the Foreign Assistance Act of 1961, as Amended (ইংরেজি ভাষায়)। U.S. Government Printing Office। ১৯৯৫। 
  4. Correspondent, Senior; bdnews24.com। "Manab Zamin stops printing on slumping sales amid coronavirus crisis"bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২২-০৩-০৭ 
  5. মতিউর রহমান চৌধুরী। কূটনীতির অন্দরমহল। ২০১৩: সূচীপত্র। পৃষ্ঠা ২৪০। আইএসবিএন 9789848557129