মডিউল আলাপ:পর্বের সারণি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

"মৌসুম" অথবা "মরশুম"[সম্পাদনা]

@আফতাবুজ্জামান: এই মডিউলে season-এর জন্য আপনি "মৌসুম" শব্দটা ব্যবহার করেছেন। কিন্তু "মরশুম" শব্দটা খেলাধুলা বা কোন ধারাবাহিকের ক্ষেত্রে বেশি ব্যবহার হতে দেখেছি। তবে এই ব্যাপারেও বুঝতে পারছি "দুপার" বাংলায় শব্দ চয়ন করার প্রবনতা ভিন্ন, "আমাদের এদিকে" মৌসুম শব্দটা শুধুমাত্র আবহাওয়ার ক্ষেত্রেই ব্যবহার হতে দেখেছি। তাই এমন কোন ব্যবস্থা কি করা যায় যে season-এর ক্ষেত্রে কোন শব্দ ব্যবহার করব, মৌসুম না মরশুম সেটা নির্বাচন করা যাবে? য় (আলাপ) ১৬:১৬, ২৫ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@Tanay barisha: করেছি। এখন "|মৌসুম=" দিলে মৌসুম আর "|মরশুম=" দিলে মরশুম আসবে। --আফতাব (আলাপ) ১৬:২৬, ২৫ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। য় (আলাপ) ১৬:৪৬, ২৫ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: subst: ব্যবহার করলে "মরশুম" শব্দটা এখনও আসছে না, কিন্তু না করলে আসছে। মডিউল দেখে মনে হল আসা উচিৎ। তাহলে কি টেমপ্লেটে কোন পরিবর্তন দরকার? একটু যদি দেখেন ভাল হয়। য় (আলাপ) ১২:২৪, ২৮ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@Tanay barisha: এখন আসবে। আফতাব (আলাপ) ১২:৫৩, ২৮ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: এখন "মৌসুম" আর "মরশুম"-কে দুটো আলাদা প্যারামিটার হিসাবে নিচ্ছে, তাই দুটো কলাম তৈরি হচ্ছে। subst: ব্যবহার না করে সব প্যারমিটার যখন বাংলায় লিখছি, তখন "মৌসুম" আর "মরশুম" দুটোই নিচ্ছে, অর্থাৎ মডিউল ঠিক আছে। কিন্তু subst: ব্যবহার করলেই অসুবিধাটা হচ্ছে। $params-এ মৌসুম আর মরশুম "," দিয়ে আলাদা করা হয়েছে, মানে array-তে আলাদা item হিসাবে নিচ্ছে। এখানে একই item-এ alternate হিসাবে মৌসুম বা মরশুম ব্যবহার করা যায় এমন কিছূ ব্যবস্থা করা যাবে? য় (আলাপ) ১৭:০১, ২৮ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@Tanay barisha: ঠিক করা হয়েছে। --আফতাব (আলাপ) ১৭:১২, ২৮ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: আরও একবার বিরক্ত করছি।
{{subst:Episode table |background=#771C23 |overall=5 |season=5 |title=30 |director=15 |writer=30 |airdate=15 |released=y |episodes= . . . লিখলে ঠিক আসছে, মরশুম লেখা দেখাচ্ছে, আর কলামের সংখ্যাও ঠিক আছে।
{{subst:Episode table |background=#771C23 |overall=5 |মরশুম=5 |title=30 |director=15 |writer=30 |airdate=15 |released=y |episodes= . . . লিখলে ঠিক আসছে, মরশুম লেখা দেখাচ্ছে, আর কলামের সংখ্যাও ঠিক আছে।
{{subst:Episode table |background=#771C23 |overall=5 |মৌসুম=5 |title=30 |director=15 |writer=30 |airdate=15 |released=y |episodes= . . . লিখলেই অসুবিধা হচ্ছে, কলামের সংখ্যা বেড়ে যাচ্ছে, একটা কলামে মৌসুম লেখা, আর একটায় মরশুম লেখা।
য় (আলাপ) ১৭:৪৬, ২৮ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@Tanay barisha: ঠিক করা হয়েছে। --আফতাব (আলাপ) ১৮:০৭, ২৮ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: হয়েছে! ধন্যবাদ! য় (আলাপ) ১৮:১২, ২৮ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]