মনজুর আহমেদ চৌধুরী
মনজুর আহমেদ চৌধুরী | |
---|---|
চতুর্থ চেয়ারম্যান, জাতীয় নদী রক্ষা কমিশন | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৭ ফেব্রুয়ারি ২০২২ | |
পূর্বসূরী | এ এস এম আলী কবীর |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মাদারীপুর, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় জর্জিয়া বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র |
পেশা | কীটতত্ত্ববিদ |
মনজুর আহমেদ চৌধুরী একজন বাংলাদেশী কীটতত্ত্ববিদ। তিনি বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি ছিলেন। বর্তমানে তিনি জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]
শিক্ষাজীবন[সম্পাদনা]
মনজুর আহমেদ চৌধুরী মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় বিএসসি (সম্মান) ও কীটতত্ত্বে এমএসসি ডিগ্রি লাভ করেন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি কীটতত্ত্বে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি একাধিক প্রতিষ্ঠানে গবেষণাকর্মে যুক্ত ছিলেন।[২]
কর্মজীবন[সম্পাদনা]
মনজুর আহমেদ চৌধুরী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। পরবর্তীকালে তিনি পরিবেশ বান্ধব উপায়ে কীটপতঙ্গ নিয়ন্ত্রণের সাথে সংশ্লিষ্ট বেসরকারি খাতের ব্যবসায়িক প্রতিষ্ঠান শুরু করেন। এর পাশাপাশি বিভিন্ন সংগঠনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। বর্তমানে তিনি সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) চেয়ারম্যান এবং জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।[২][৩][৪]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী"। বাংলা ট্রিবিউন। ২২ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২২।
- ↑ ক খ "মঞ্জুর এ চৌধুরী - চেয়ারম্যান"। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২২।
- ↑ "নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী"। জাগোনিউজ২৪.কম। ২২ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২২।
- ↑ "জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের যোগদান"। বণিক বার্তা। ১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২২।