ভ্যালেরিয়া মোরালেস
ভ্যালেরিয়া মোরালেস | |
---|---|
জন্ম | ভ্যালেরিয়া মোরালেস দেলগাদো ২ জানুয়ারি ১৯৯৮ ক্যালি, কলম্বিয়া |
শিক্ষা | ব্রোয়ার্ড কলেজ |
উচ্চতা | ১.৭৪ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি) |
উপাধি | মিস কলম্বিয়া ২০১৮ |
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী | |
চুলের রং | হালকা বাদামি |
চোখের রং | হালকা বাদামি |
প্রধান প্রতিযোগিতা | মিস কলম্বিয়া ২০১৮ (বিজয়ী) মিস ইউনিভার্স ২০১৮ |
ভ্যালেরিয়া মোরালেস দেলগাদো (জন্ম ২ জানুয়ারি ১৯৯৮) হলেন কলম্বিয়ার একজন মডেল, যিনি মিস কলম্বিয়া খেতাব জিতেছিলেন। তিনি মিস ইউনিভার্স ২০১৮ প্রতিযোগিতায় কলম্বিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]ভ্যালেরিয়া মোরালেস ১৯৯৮ সালের ২ জানুয়ারি কলম্বিয়ার ক্যালিতে জন্মগ্রহণ করেন। সেখানেই তিনি বেড়ে ওঠেন।
তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ব্রোয়ার্ড কলেজে সামাজিক যোগাযোগ বিষয়ে পড়াশোনা করছেন। এছাড়াও, তিনি প্রফেশনাল মডেল ফ্যাশনস একাডেমি নামের একটি প্রতিষ্ঠানের মালিক।
সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ
[সম্পাদনা]মিস ইউনিভার্স কলম্বিয়া ২০১৮
[সম্পাদনা]ভ্যালেরিয়া মোরালেস ২০১৮ সালের সেপ্টেম্বর মাসের ৩০ তারিখে কলম্বিয়ার মেদেলিনের ক্লাব এল রোদেওতে মিস ইউনিভার্স কলম্বিয়া খেতাব লাভ করেন।[১] তার পূর্বে ২০১৭ সালে এই খেতাব লাভ করেছিলেন লরা গঞ্জালেজ, যিনি মিস ইউনিভার্স ২০১৭ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হিসেবে ঘোষিত হয়েছিলেন।[২]
মিস ইউনিভার্স ২০১৮
[সম্পাদনা]তিনি থাইল্যান্ডের ব্যাংককে মিস ইউনিভার্স ২০১৮ প্রতিযোগিতায় কলম্বিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন।[৩] তিনি সেখানে খেতাব জিততে পারেন নি। মিস ইউনিভার্স ২০১৮ খেতাব জিতেছিলেন ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Valeria Morales - Miss Colombia 2018 Winner"। awardgoesto। ১ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৮।
- ↑ "Heres the final question that decided the winner of Miss Universe 2017"। সংগ্রহের তারিখ ২০১৭-১১-২৯।
- ↑ "¿Por qué Valeria Morales no ganó?, hablan los expertos sobre su paso por Miss Universo"। www.elpais.com.co। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৮।
- ↑ News, Joel Guinto, ABS-CBN। "Catriona Gray crowned Miss Universe"। ABS-CBN News।