ভ্যারিগেটেড্‌ প্লুশব্লু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভ্যারিগেটেড্‌ প্লুশব্লু
Variegated Plushblue
ডানা বন্ধ অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: অ্যানিমালিয়া
পর্ব: আর্থ্রোপোডা
শ্রেণী: ইনসেক্টা
বর্গ: লেপিডোপ্টেরা
পরিবার: Lycaenidae
গণ: ফ্লস
প্রজাতি: F. adriana
দ্বিপদী নাম
Flos adriana
ডি নাইসভিল, [১৮৮৩]

ভ্যারিগেটেড্‌ প্লুশব্লু (বৈজ্ঞানিক নাম: Flos adriana (de Nicéville)) এক প্রজাতির মাঝারী আকারের ধূসর বাদামী এবং উজ্জ্বল ধাতব নীল রঙের প্রজাপতি। এরা ‘লাইসিনিডি’ গোত্রের এবং ‘থেকলিনি’ উপগোত্রের সদস্য।[১]

আকার[সম্পাদনা]

ভ্যারিগেটেড্‌ প্লুশব্লু এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৩৮-৪৪ মিলিমিটার দৈর্ঘের হয়।[২]

বর্ণনা[সম্পাদনা]

পিছনের ডানায় একটি ছোট লেজ এবং একটি লতি বিদ্যমান। তবে লতিটি সুস্পষ্ট নয়। পিছনের ডানার নিম্নতলে কোন ধাতব সবুজ টর্নাল আঁশ দেখা যায় না। ৬ ও ৭ নং ইন্টারস্পেসে অবস্থিত ডিসকাল ছোপগুলি অধিকতর অসংলগ্ন ও অনিয়মিত এবং ৬নং স্পেসে অবসিত ডিসকাল ছোপটির ভিটরের কিনারা সেল এর শে্যষভাগে অবসিত ছোপটির ভিটরের কিনারার সাথে এক সরলরেখায় অবস্থান করে না। সামনের ডানার শীর্ষভাগ সামান্য তীক্ষ্ণ। পুরুষ নমুনায় ডানার উপরতল কালচে চকচকে নীলচে বেগুনী এবং সামনের ডানার উপরিতলে শীর্ষভাগ থেকে টার্মেন অথবা প্বার্শপ্রান্ত বরাবর কালো সীমারেখা অথবা বর্ডার বর্তমান। টার্মেন অংশে এই কালো বরর‍্যডাওটি ২ মিমি যা শীর্ষভাগে চুড়া হয়ে গেছে(৩মিমি)। স্ত্রী নমুনার ডানার উপরিতল ফ্যাকাসে বেগুনী এবং অধিকতর চুড়া অথবা সিমারেখাযুক্ত।[২]

আচরণ[সম্পাদনা]

এরা সাধারণত মাটির কাছাকাছিই ওড়ে। প্রায়শই এদের পাতার পচা দেহাবিশেশ এর উপর বসতে দেখা যায়। হিমালয়ের বিস্তৃর্ণ অঞ্চলে ৫৮০ থেকে ১০৯০ মিটার উচ্চতা পর্যন্ত অক্টোবর ও নভেম্বর মাস এ এই প্রজাতির উড়ান চোখে পড়ে। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Flos adriana de Nicéville, 1883 – Variegated Plushblue" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৮ 
  2. Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies (ইংরেজি ভাষায়) (1st সংস্করণ)। নতুন দিল্লি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা 218। আইএসবিএন 978 019569620 2