ভেনেজুয়েলা–মালয়েশিয়া সম্পর্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভেনেজুয়েলা–মালয়েশিয়া সম্পর্ক
মানচিত্র Malaysia এবং Venezuela অবস্থান নির্দেশ করছে

মালয়েশিয়া

ভেনেজুয়েলা

ভেনেজুয়েলা–মালয়েশিয়া সম্পর্ক (মালয়: Hubungan Malaysia–Venezuela; স্পেনীয়: Malasia–Venezuela relaciones), ভেনেজুয়েলা এবং মালয়েশিয়ার মাঝে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নির্দেশ করে। ১৯৮৬ সালের ১৮ ডিসেম্বর এই দুই দেশের মাঝে, আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।[১] এরপর ১৯৯০ সালে, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে, মালয়েশিয়া তাদের স্থায়ী দূতাবাস চালু করে।[১] অপরদিকে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে, ভেনেজুয়েলার একটি স্থায়ী দূতাবাস রয়েছে।

উভয় দেশই জোট-নিরপেক্ষ আন্দোলন (ন্যাম), গ্রুপ অব ৭৭ এর মত আন্তর্জাতিক সংস্থার পূর্ণ সদস্য।

১৯৯৯ সালে, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি, হুগো চাভেজ প্রথমবারের মত রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়াতে যান। [২] পরবর্তীতে ২০০৬ সালের আগস্ট মাসে তিনি দ্বিতীয়বারের মত রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়াতে যান। [৩] সেই সফরে তিনি মালয়েশিয়ার পাম ওয়েল শিল্পে বিনিয়োগের ব্যাপারে কথা বলেন। এর পাশাপাশি, ভেনেজুয়েলার শক্তি উৎপাদন ক্ষেত্রের উৎপাদনের ক্ষমতা বৃদ্ধির ব্যাপারেও আলাপ করেন। এর পাশাপাশি ভেনেজুয়েলার হয়ে চাভেজ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এর অস্থায়ী সদস্যপদের জন্যে মালয়েশিয়াকে সমর্থন দেয়ার অনুরোধ জানায়। মালয়েশিয়া চাভেজের অনুরোধের প্রেক্ষিতে ভেনেজুয়েলাকে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দেয়।[৪][৫] এছাড়াও সেই একই সফরে, দ্বৈত কর আদায় এড়ানোর জন্য দুই দেশ একটি চুক্তিতে সাক্ষর করে।[৬]

অর্থনৈতিক সম্পর্ক[সম্পাদনা]

২০০৬ সালের ডিসেম্বর মাসে, চাভেজ মালয়েশিয়াতে একটি তেল শোধনাগার প্রতিষ্ঠার আগ্রহ দেখান এবং সে জন্য মালয়েশিয়াকে প্রস্তাব দেন।[৭] এর জন্য, ভেনেজুয়েলাতে ৪০ হাজার হেক্টর জমিতে পাম চাষ করার ব্যাপারে গোল্ডেন হোপ নামক মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত পাম তেলের প্রতিষ্ঠান ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানির সাথে সম্মত হয়।[৮] আবার মালয়েশীয় কোম্পানি পেট্রোনাস, ভেনেজুয়েলায় তেল অনুসন্ধানের কাজ শুরু করার জন্য রাজি হয়।[৯] এর পাশাপাশি নগর পরিকল্পনার বিষয়ে ভেনেজুয়েলাকে সাহায্য করার জন্যেও মালয়েশিয়া একমত হয়। [১০]

২০০৮ সালের জুলাই মাসে, একটি মালয়েশিয়া-ভেনেজুয়েলা বিসনেস কাউন্সিল গঠন করা হয়।[১১] এর উদ্দেশ্য ছিল, দারিদ্র্য বিমোচনে, ভেনেজুয়েলার সাথে মালয়েশিয়ার অভিজ্ঞতা বিনিময়। [১২] ১৯৯০ সালে এই দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল মাত্র ৬.৬ মিলিয়ন (৬৬ লক্ষ) মার্কিন ডলার। সেসময় দুই দেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের বিষয়ে চুক্তি সাক্ষর করে। [১৩] এরপর ১৯৯৮ সালে এটি বেড়ে দাঁড়ায় ৩০.৬ মিলিয়ন (৩.০৬ কোটি) মার্কিন ডলার। [১৪] পরবর্তীতে ২০০৪ সালে এই বাণিজ্যের পরিমাণ কমে দাঁড়ায় ১৯.৮ মিলিয়ন (১.৯৮ কোটি) মার্কিন ডলার।[৩] তবে ২০০৫ সালেই তা আবার বেড়ে দাঁড়ায় ৩৯.৬ মিলিয়ন (৩.৯৬ কোটি) মার্কিন ডলার।[৮] ২০০৭ সালে এই পরিমাণ ছিল ৬১.৬৮ (৬.১৬ কোটি) মার্কিন ডলার। তবে, মালয়েশিয়ায়, ভেনেজুয়েলার রপ্তানির পরিমাণ ছিল মাত্র ২৫০,০০০ মার্কিন ডলার।[১] ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে, মালয়েশিয়ায় নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত, উন্নয়নশীল দেশগুলোর জন্য মালয়েশিয়া এবং ভেনেজুয়েলার নেতৃত্বে একটি নতুন অর্থনৈতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রস্তাব করেন।[১৫]

২০০৬ সালের জুলাই মাসে মালয়েশিয়া একটি ভেনেজুয়েলা সপ্তাহ উদ্‌যাপন করে। [১৬] পরবর্তীতে ২০০৭ এবং ২০০৮ সালেও মালয়েশিয়া এই উদ্‌যাপন অব্যাহত রাখে।[১৭] and 2008.[১৮][১৯]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Profile"মালয়েশিয়া দূতাবাস, কারাকাস। ২৪ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০০৯ 
  2. "Venezuelan president gets red-carpet welcome in Malaysia"অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। ১৯ অক্টোবর ১৯৯৯। ১৯ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০০৯ 
  3. "Chavez making second visit here Sunday"ডেইলি এক্সপ্রেস (মালয়েশিয়া)। ২৬ আগস্ট ২০০৬। ৩ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০০৯ 
  4. "Chavez in Malaysia: palm oil, biofuels, geopolitics and ideology"মোঙ্গাবে। ২৯ আগস্ট ২০০৬। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০০৯ 
  5. Reuters (২৮ আগস্ট ২০০৬)। "Venezuela gains support of Malaysia in UN bid"দ্যা মন্ট্রিল গেজেট। ৯ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০০৯ 
  6. "Malaysia, Venezuela ink pact on avoidance of double taxation"পিপলস ডেইলি (চীন)। ২৯ আগস্ট ২০০৬। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০০৯ 
  7. অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) (১৮ ডিসেম্বর ২০০৬)। "Venezuela, Malaysia May Team on Refinery"ওয়াশিংটন পোস্ট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০০৯ 
  8. "Malaysia gateway to Asean"দ্যা স্টার (মালয়েশিয়া)। ১৯ ডিসেম্বর ২০০৬। ৪ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০০৯ 
  9. আবু বকর, জুবাইদাহ (২১ ডিসেম্বর ২০০৬)। "Petronas set to play role in Venezuela oil sector"নিউ স্ট্রেইটস টাইমস। ২৬ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০০৯ 
  10. "Venezuela, Malaysia to cooperate in city-planning construction"পিপলস ডেইলি (চীন)। ১৮ ডিসেম্বর ২০০৬। ২৭ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০০৯ 
  11. "Ministry of Foreign Affairs, Malaysia - Official Establishment of "MALAYSIA - VENEZUELA BUSINESS COUNCIL" (MVBC) - Year 2008"www.kln.gov.my। ২০১৫-০৭-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-১০ 
  12. "Venezuela keen to learn from Malaysia's experience in poverty eradication: FM"পিপলস ডেইলি (চীন)। ১৮ ডিসেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০০৯ 
  13. "Malaysia, Venezuela sign trade pact"নিউ স্ট্রেইটস টাইমস। ২৮ নভেম্বর ১৯৯১। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০০৯ 
  14. "Venezuela offers legal protection for investments"নিউ স্ট্রেইটস টাইমস। ২১ অক্টোবর ১৯৯৯। ১৭ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০০৯ 
  15. "Developing Countries Should Establish Own Financial Institution"বার্নামা। ১৩ ফেব্রুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০০৯ 
  16. "First Venezuelan Week in Malaysia"ভেনেজুয়েলা দূতাবাস, মালয়েশিয়া। ২০ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০০৯ 
  17. "Malaysia to host Venezuela Week"পিপলস ডেইলি (চীন)। ১ জুলাই ২০০৭। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০০৯ 
  18. "Bringing Venezuela to Malaysian Students"সানওয়ে ইউনিভার্সিটি কলেজ। ৯ জুলাই ২০০৮। ২২ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০০৯ 
  19. জয়রাজ, জয়গান্ধী (২৪ জুন ২০০৮)। "Various activities lined up for Venezuela week"দ্যা স্টার (মালয়েশিয়া)। ৪ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০০৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]