ভেক্টর বোসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কণা পদার্থবিজ্ঞানে, যেসকল বোসন কণার স্পিন ১ সেসকল বোসন কণাকে ভেক্টর বোসন বলে।মৌলিক কণাদের মধ্যে যারা ভেক্টর বোসন তারা একইসাথে গেজ বোসনও। সকল জ্ঞাত গেজ বোসনের স্পিন ১। কাজেই, সকল গেজ বোসন হলো ভেক্টর বোসন। গেজ বোসনরা মৌলিক বলগুলোর বাহক হিসেবে কাজ করে। ভেক্টর বোসনদের মধ্যে কিছু যৌগিক কণাও রয়েছে যেমন যেকোনো ভেক্টর মেসন (কোয়ার্ক এবং অ্যান্টিকোয়ার্ক )।১৯৭০ এবং ১৯৮০ এর দশকে, ইন্টারমিডিয়েট ভেক্টর বোসন (W এবং Z বোসন, যা দুর্বল মিথস্ক্রিয়া মধ্যস্থতা করে) কণা পদার্থবিজ্ঞানে অনেক মনোযোগ আকর্ষণ করেছিল। [১] [২]

স্যুডোভেক্টর বোসন হল এমন ভেক্টর বোসন যার জোড় সমতা রয়েছে, যেখানে সাধারণ ভেক্টর বোসনগুলোর বিজোড় সমতা রয়েছে। কোনো মৌলিক স্যুডোভেক্টর বোসন না থাকলেও স্যুডোভেক্টর মেসন রয়েছে।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Barianti, G.; Gabathuler, E. (অক্টোবর ১৯৮৩)। "Intermediate Vector Bosons: Production and Identification at the CERN Proton-Antiproton Collider" (পিডিএফ)। Europhysics News। পৃষ্ঠা 6, 14। সংগ্রহের তারিখ জুন ২, ২০২১ 
  2. Ellis, John; Gaillard, Mary K. (১৯৮২)। "Physics of Intermediate Vector Boson"। Annual Reviews: 443–497। ডিওআই:10.1146/annurev.ns.32.120182.002303অবাধে প্রবেশযোগ্য