ভিয়েতনামে বহুবিবাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

১৯৫০-এর দশকে ভিয়েতনামে বহুবিবাহকে আনুষ্ঠানিকভাবে অপরাধী করা হয়েছিল।[১] যেখানে শাস্তি হিসাবে দীর্ঘ কারাদণ্ডাদেশ দেয়া হতো। দেশটিতে বহুবিবাহের প্রচলন নেই বলে জানা গেছে। যদিও অতীতে হমং জনগণের মধ্যে এর শিকড় ছিল। বহুগামী বিবাহ সংবিধানের ৬৪ অনুচ্ছেদ দ্বারা নিষিদ্ধ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে একটি বৈধ বিবাহ অবশ্যই একগামী হতে হবে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Viet Nam: Family Code"। ১২ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২৩ 
  2. "Service: Vietnam Laws - Allens" (পিডিএফ)