ভানুয়াটুর ভাষা
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
ভানুয়াটুতে তিনটি সরকারী ভাষা প্রচলিত। এগুলি হল ইংরেজি, ফরাসি এবং বিসলামা ভাষা। বিসলামা ভাষাটি ইংরেজি থেকে বিবর্তিত একটি ক্রেওল। পোর্ট ভিলা ও লুগঁভিলের বেশির ভাগ শহুরে ভানুয়াটুয়ান বিসলামা ভাষাতে কথা বলেন। দ্বীপপুঞ্জের বাকী দ্বীপগুলিতেও বিসলামা সবচেয়ে প্রচলিত দ্বিতীয় ভাষা। বিসলামা ভাষাটি পাপুয়া নিউগিনিতে প্রচলিত টোক পিসিন ক্রেওলটির অনুরূপ।