ভলনোভাখা
অবয়ব
ভলনোভাখা Волноваха | |
---|---|
শহর | |
ভলনোভাখা ট্রেন স্টেশন | |
স্থানাঙ্ক: ৪৭°৩৬′০৮″ উত্তর ৩৭°২৯′৩১″ পূর্ব / ৪৭.৬০২২২° উত্তর ৩৭.৪৯১৯৪° পূর্ব | |
দেশ | ![]() |
ওব্লাস্ত | দোনেৎস্ক ওব্লাস্ট |
রায়ওন | ভলনোভাখা রায়ওন |
প্রতিষ্ঠিত | ১৮৮১ |
শহর প্রতিষ্ঠা | ১৯৩৮ |
আয়তন | |
• মোট | ২১ বর্গকিমি (৮ বর্গমাইল) |
উচ্চতা | ২৭১ মিটার (৮৮৯ ফুট) |
জনসংখ্যা (২০২১) | |
• মোট | ২১,৪৪১ |
ওয়েবসাইট | [১] |
ভলনোভাখা (ইউক্রেনীয়: Волноваха) ইউক্রেনের দোনেৎস্ক ওব্লাস্তের এর একটি ছোট শহর। এটি ভলনোভাখা রাইয়নের প্রশাসনিক কেন্দ্র হিসেবে কাজ করে, এটি দোনেৎস্ক ওব্লাস্টের ১৮টি জেলার মধ্যে একটি। শহরের জনসংখ্যা ২১,৪৪১ জন (আনুমানিক তথ্য ২০২১)।
যথাযথ শহর ছাড়াও, শহরের পৌরসভার মধ্যে রয়েছে নোভোরিহোরিভকা, নোপোভালিভকা এবং ট্রুডোভ গ্রামগুলি।
ইতিহাস
[সম্পাদনা]দ্বিতীয় বিশ্বযুদ্ধ
[সম্পাদনা]দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় , সোভিয়েত ইউনিয়ন ১৯৪৩ সালের আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ভলনোভকার আশেপাশের এলাকায় উল্লেখযোগ্য লড়াইয়ের কথা জানায়।[১][২] শহরে যুদ্ধের পর বেশ কয়েকটি ইউনিটকে সম্মানসূচক খেতাব দেওয়া হয়।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Information Bulletin (ইংরেজি ভাষায়)। The Embassy। ১৯৪৩।