ভগবন্ত রায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভগবন্ত রায়
ভারতের গণপরিষদের সদস্য
কাজের মেয়াদ
৯ ডিসে ১৯৪৬ – ২৫ জানু ১৯৫০
সংসদীয় এলাকাপাতিয়ালা ও পূর্ব পাঞ্জাব রাজ্য ইউনিয়ন
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৫ জানু ১৯১৭
মৃত্যু২৯ জুলা ১৯৭৮ (৬১ বছর)

ভগবন্ত রায় ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি পাতিয়ালা এবং পূর্ব পাঞ্জাব রাজ্য ইউনিয়ন থেকে ভারতের গণপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। [১] [২] [৩]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তিনি ১৫ জানুয়ারী, ১৯১৭ সালে [৪] জন্মগ্রহণ করেন এবং ২৯ জুলাই ১৯৭৮ সালে ৬১ বছর বয়সে মারা যান। [৫] ১৯৪২ সালে কংগ্রেসের সত্যাগ্রহ আন্দোলনে অংশ নেওয়ার জন্য তিনি কারাবরণ করেছিলেন। [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Constituent Assembly Members"Lok Sabha। সংগ্রহের তারিখ ২০২২-১১-৩০ 
  2. Parliament of India Who's who (ইংরেজি ভাষায়)। Government of India Press। ১৯৫০। 
  3. "Who's Who 1950 Parliament of India" (পিডিএফ)Parliament Digital Library 
  4. "Founding fathers"The Tribune। সংগ্রহের তারিখ ২০২২-১১-৩০ 
  5. Lok Sabha Debates (ইংরেজি ভাষায়)। Lok Sabha Secretariat.। ১৯৭৮।