ব্লাইন্ড এডুকেশন এন্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্লাইন্ড এডুকেশন এন্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন
গঠিত১৭ জুলাই ১৯৯১; ৩২ বছর আগে (1991-07-17)
ধরনঅলাভজনক
এনজিও
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ

ব্লাইন্ড এডুকেশন এন্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) হলো একটি অলাভজনক বেসরকারি সংগঠন যা ক্ষুদ্রঋণ অর্থায়ন এবং শিক্ষা প্রদানের মতো প্রোগ্রামের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য কাজ করে।

সংগঠন[সম্পাদনা]

বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার জন্য ১৯৯১ সালের ১৭ জুলাই বার্ডো প্রতিষ্ঠা করা হয়। বার্ডো-র নির্বাহী পরিচালক এমডি সাইদুল হক ২০০৫ সালে "এমন একটি পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছেন যেখানে প্রতিবন্ধী ব্যক্তিরা মর্যাদার সাথে জীবন উপভোগ করতে পারবে"।[১] ক্ষুদ্রঋণ প্রোগ্রামের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সমর্থন করার উদ্দেশ্যে সংস্থাটির অন্যতম প্রধান সহায়তা প্রোগ্রাম।[২][৩] এটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শিক্ষা উদ্যোগকে সমর্থন করার চেষ্টা করে; সংস্থাটি সম্প্রতি হংকং এবং সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের সাথে অংশীদারিত্ব করেছে অন্ধ লোকদের বৃত্তি দেওয়ার জন্য।[৪] বার্ডো অন্ধ ব্যক্তিদের জন্য শিক্ষা উদ্যোগকে সমর্থন করার জন্য একটি "কথা বলা লাইব্রেরি" তৈরি করেছে যাতে তারা ব্রেইল পাঠ্যপুস্তকের অভাব থাকা সত্ত্বেও স্কুল চালিয়ে নেওয়া যেতে পারে; লাইব্রেরিতে ক্যাসেট টেপে শত শত বই রয়েছে যাতে অন্ধ লোকেরা সেগুলোর কথা শুনতে পারে।[৫] ব্রেইল টেক্সটগুলিতে আরও প্রবেশযোগ্যতা তৈরি করতে সহায়তা করার জন্য, বার্ডো একটি বাংলা-থেকে-বাংলা ব্রেইল সফ্টওয়্যার অনুবাদক তৈরি এবং পরীক্ষা করতে সহায়তা করেছিল যা বর্তমান ব্যয়ের ২০% কমে ব্রেইল বই তৈরি করতে সহায়তা করবে।[৬] বার্ডোর মতে, বাংলাদেশে ২,০০০,০০০ লোক চোখের প্রতিবন্ধকতায় ভুগছে।

বার্ডো প্রায়শই বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার দিবসগুলো উদযাপনের অনুষ্ঠানে সরকারি মন্ত্রীদের আকৃষ্ট করে।[৭][৮] ২০ তম বার্ষিকী উদযাপনে বাংলাদেশের বেশ কয়েকজন মন্ত্রী অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Formulate policy for mentally challenged children"The Daily Star। ডিসেম্বর ৩, ২০০৫। সংগ্রহের তারিখ জুলাই ১৮, ২০১২ 
  2. "Int'l White Cane Safety Day Today"The Daily Star। অক্টোবর ১৫, ২০০৫। সংগ্রহের তারিখ জুলাই ১৮, ২০১২ 
  3. "Microcredit Empowers Disabled Bangladeshis"oneworld.net। আগস্ট ২৯, ২০০৮। ফেব্রুয়ারি ২১, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৮, ২০১২ 
  4. "HSBC's support for visually impaired"The Daily Star। অক্টোবর ১৬, ২০০৯। সংগ্রহের তারিখ জুলাই ১৮, ২০১২ 
  5. Khan, Ashfaq Wares (মে ২৯, ২০০৪)। "The Strength Within Undaunted Resilience"The Daily Star। সংগ্রহের তারিখ জুলাই ১৮, ২০১২ 
  6. Masood, Aisha (এপ্রিল ২৩, ২০১১)। "Sighting software to feel Bangla on the fingertips"The Independent। ফেব্রুয়ারি ৪, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৮, ২০১২ 
  7. "State minister wants job of visually challenged in health ministry"The Daily Star। জুলাই ২৫, ২০১১। সংগ্রহের তারিখ জুলাই ১৮, ২০১২ 
  8. "Int'l Day of Disabled Persons today"The Daily Star। ডিসেম্বর ৩, ২০০৪। সংগ্রহের তারিখ জুলাই ১৮, ২০১২