ব্রুনাইয়ের মুফতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাষ্ট্র মুফতির কার্যালয়
সংস্থার রূপরেখা
গঠিত১ সেপ্টেম্বর ১৯৯৪
সদর দপ্তরবন্দর সেরি বেগাওয়ান
কর্মীআনুমানিক ১,০০০
বার্ষিক বাজেটBN$ ২৬কোটি
সংস্থা নির্বাহী
মূল সংস্থাপ্রধানমন্ত্রীর কার্যালয়
অধিভূক্ত সংস্থা
ওয়েবসাইটwww.pmo.gov.bn www.mufti.gov.bn

ব্রুনাইয়ের মুফতি ব্রুনাইতে সবচেয়ে সিনিয়র এবং সবচেয়ে প্রভাবশালী সুন্নি মুসলিম উলেমা (ধর্মীয় ও আইনি কর্তৃপক্ষ)। ব্রুনাই সুলতানের অবস্থানের ধারক নিযুক্ত করা হয়। ব্রুনাইতে সমস্ত উলেমা রাষ্ট্রের প্রধান মুফতি।

ভূমিকা[সম্পাদনা]

রাষ্ট্র মুফতি দেশের সবচেয়ে সিনিয়র ধর্মীয় কর্তৃপক্ষ। তার প্রধান ভূমিকা ইসলামী কোরান, হাদীস, কায়স ও ইজমা'র উলেমা সম্পর্কিত আইনি বিষয় ও সামাজিক বিষয় ভিত্তিক মতামত (ফতোয়া) দিতে হয়। [১]

ইতিহাস[সম্পাদনা]

ব্রুনাইয়ের প্রথম রাষ্ট্রীয় মুফতি ইসমাইল ওমর আবদুল আজিজ ১৯৬২ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত নিযুক্ত ছিলেন। তিনি মালয়েশিয়ার জোহরের মুফতি ছিলেন। তার মৃত্যুর আগ পর্যন্ত ১৯৬৭ সাল, ইসমাইল আবার ব্রুনাইয়ের মুফতি ছিলেন। ১৯৯৪ সালে, ব্রুনাই-জন্মগ্রহণকারী সহরাষ্ট্র মুফতি আবদুল আজিজ জুনায়েদ ব্রুনাই প্রদেশের মুফতি নিযুক্ত হন। [২]

আরোও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Faiq Airudin (৪ জানুয়ারি ২০১৪)। "Syariah law critics do not understand Islam: Mufti"The Brunei Times। ৩১ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪ 
  2. "Sejarah Penubuhan Jabatan Hal Ehwal Syariah" (Malay ভাষায়)। Brunei's Ministry of Religious Affairs। ৩১ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪