ব্রুক কিনসেলা
ব্রুক কিনসেলা | |
---|---|
জন্ম | ব্রুক কিনসেলা মুর ১৯ জুলাই ১৯৮৩[১] |
জাতীয়তা | ব্রিটিশ |
শিক্ষা | মারিয়া ফিদেলিস আরসি কনভেন্ট স্কুল |
পেশা | অভিনেত্রী, লেখিকা, প্রচারক |
কর্মজীবন | ১৯৯৪-বর্তমান |
টেলিভিশন | ইস্টএন্ডারস নো চাইল্ড অফ মাইন মাড ভাইটাল সাইন্'স |
দাম্পত্য সঙ্গী | সাইমন বোর্ডলি (বি. ২০১৭) |
সঙ্গী | জেমি ব্রিন্ডল (২০০২–২০০৩) রে প্যান্থাকি (২০০৫-২০১০) |
সন্তান | ১ |
আত্মীয় | বেন কিনসেলা (প্রয়াত সৎভাই) |
ওয়েবসাইট | instagram |
ব্রুক কিনসেলা (অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) (জন্ম ১৯ জুলাই ১৯৮৩) হলেন একজন ব্রিটিশ অভিনেত্রী, লেখিকা এবং ছুরিকাঘাতমূলক অপরাধ বিরোধী প্রচারক। শের থিয়েটার স্কুল থেকে স্নাতক সম্পন্নকারী কিনসেলা শৈশব থেকেই অভিনয় করছেন। টেলিভিশন এবং চলচ্চিত্রে তার বিভিন্ন ভূমিকা রয়েছে। তার সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা হল কেলি টেলর, তিনি ২০০১ থেকে ২০০৪ সালের মধ্যে বিবিসির দীর্ঘ সময় ধরে চলমান সোপ অপেরা ইস্টএন্ডার্স-এ অভিনয় করেছিলেন। ট্রু স্টারস একাডেমি নামে তার নিজস্ব একটি নাট্যবিদ্যালয় রয়েছে।
২০০৮ সালের জুন মাসে তাঁর সৎ ভাই বেন ছুরিকাঘাতে নিহত হওয়ায় পর কিনসেলার পরিবার ব্রিটিশ সংবাদপত্রের শিরোনামে আসেন। ।[৩] তার মৃত্যুর পর লন্ডনে ছুরির আঘাতে নিহত হওয়ার ঘটনায় কিনসেলার সাথে শত শত মানুষ বিক্ষোভ করে।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]কিনসেলার বাবা চার বছর বয়সে পরিবার ত্যাগ করেছিলেন এবং পরবর্তীতে তাঁর মা ডেবি এবং সৎ বাবা জর্জ তাঁকে বড় করেন, যাকে কিনসেলা তাঁর "আসল বাবা" হিসেবে বর্ণনা করেছেন।[৪]
কিনসেলা ২৮ ডিসেম্বর, ২০১৭ তারিখে তাঁর দীর্ঘমেয়াদী সঙ্গী সাইমন বোর্ডলিকে বিয়ে করেছেন।[৫] ২০২০ সালের ২২ সেপ্টেম্বর কিনসেলা তাঁদের প্রথম সন্তান এলসি রোজ জর্জিয়া বোর্ডলির জন্ম দেন।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Brooke Kinsella"। IMDb। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২০।
- ↑ "Brooke Kinsella"। IMDb। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২০।
- ↑ "Kinsella killers jailed for life"। BBC News। ১২ জুন ২০০৯। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১১।
- ↑ Winston, Cathy (২৭ ডিসেম্বর ২০০৩)। "The screen kiss that left me cold; EastEnders' Kelly has been a prostitute, collapsed from drugs and now she has to snog her best friend"। Daily Post। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০০৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Caamano, Andrea (২৮ ডিসেম্বর ২০১৭)। "EastEnders' Brooke Kinsella marries in magical winter wonderland wedding"। Hellomagazine.com। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮।
- ↑ Alexander, Susannah (২০ অক্টোবর ২০২০)। "EastEnders star Brooke Kinsella gives birth to baby girl – and reveals her sweet name"। Digitalspy.com। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২০।