ব্রিজিড বালফোর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্রিজিড বালফোর
জন্ম
ব্রিজিড মেরি বালফোর

২৪ মে ১৯১৪
লন্ডন, ইংল্যান্ড
মৃত্যু১ মার্চ ১৯৯৪ (বয়স ৭৯)
হার্টফোর্ডশায়ার, ইংল্যান্ড, যুক্তরাজ্য [১]
বৈজ্ঞানিক কর্মজীবন
প্রতিষ্ঠানসমূহজাতীয় গবেষণা প্রতিষ্ঠান

ব্রিজিড মেরি বালফোর (২৪ মে ১৯১৪ - ১ মার্চ ১৯৯৪) একজন ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন যিনি রোগপ্রতিরোধক ক্রিয়াকলাপের সাথে সম্পর্কিত অঙ্গসংস্থানবিদ্যা এবং আল্ট্রাস্ট্রাকচার নিয়ে অধ্যয়ন করেছিলেন। ল্যাঙ্গারহ্যান্স কোষ থেকে ডেনড্রাইটিক কোষের উদ্ভূত হওয়ার বিষয়টি অনুধাবন করে, তিনি ডেনড্রাইটিক কোষের অধ্যয়নকে সামনে এগিয়ে নিতে ভূমিকা পালন করেন। তিনি অনাক্রম্য প্রতিক্রিয়ার বিষয়টি চালু এবং প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।[২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

ব্রিজিড বালফোর ১৯১৪ সালে লন্ডনের সেন্ট জর্জ হ্যানোভার স্কোয়ারে জন্মগ্রহণ করেন। তার মাতা হিল্ডা স্নো পেজেট এবং পিতা আর্কিবাল্ড এডওয়ার্ড বালফোর। তাঁর মাতামহ স্যার রিচার্ড হর্নার পেজেট একজন ব্রিটিশ রাজনীতিবিদ এবং ব্যারনেট ছিলেন।[৩]

পেশা[সম্পাদনা]

বালফোর ১৯৪৫ সালে জীববিদ্যা মান বিভাগের অংশ হিসেবে জাতীয় গবেষণা প্রতিষ্ঠানে পুষ্টির উপর কাজ শুরু করেন। ১৯৫৭ সালে, তিনি জন হামফ্রির অধীনে নবনির্মিত রোধপ্রতিরোধবিদ্যা বিভাগের সদস্য হন, এখানে তিনি ব্রিজিট এসকোনাস এবং ওয়াল্টার ব্রকলহার্স্টের পাশাপাশি কাজ করেন।[২] ১৯৭৮ সালে তিনি প্রতিষ্ঠানটি ছেড়ে যান।[৪]

পুরস্কার[সম্পাদনা]

প্রকাশনা[সম্পাদনা]

  • ডেল ই. ম্যাকফারলিন এবং ব্রিজিড বালফোর - "Contact Sensitivity in the Pig", এডভান্সেস ইন এক্সপেরিমেন্টাল মেডিসিন এন্ড বায়োলজি। খণ্ড ২৯, ১৯৭৩, পৃ. ৫৩৯-৫৪৪। ডিওআই:10.1007/978-1-4615-9017-0_78
  • ব্রিজিড বালফোর, জ্যাকলিন এ. ও'ব্রায়ান, এম. পেরেরা, জে. ক্লার্ক, তাতজানা সুমেরস্কা, স্টেলা সি. নাইট - "The Effect of Veiled Cells on Lymphocyte Function", এডভান্সেস ইন এক্সপেরিমেন্টাল মেডিসিন এন্ড বায়োলজি। খণ্ড ১৪৯, ১৯৮২, পৃ. ৪৪৭-৪৫৪। ডিওআই:10.1007/978-1-4684-9066-4_62 আইএসবিএন ৯৭৮-১-৪৬৮৪-৯০৬৬-৪

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Info re Dr Balfour's death, genesreunited.co.uk; সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৪।
  2. "Sixty years of Immunology at NIMR"NIMR। MRC। ২১ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৩ 
  3. "Index entry"FreeBMD। ONS। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৩ 
  4. "Women in Science"Wayback Machine। NIMR। মার্চ ২০, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৩