ব্রঙ্কাস
ব্রঙ্কাস | |
---|---|
![]() The bronchi are conducting passages for air found in the lungs. | |
![]() The bronchi form part of the lower respiratory tract | |
বিস্তারিত | |
তন্ত্র | শ্বাস তন্ত্র |
ধমনী | ব্রঙ্কিওল ধমনী |
শিরা | ব্রঙ্কিওল শিরা |
স্নায়ু | Pulmonary branches of vagus nerve |
শনাক্তকারী | |
লাতিন | Bronchus |
মে-এসএইচ | D001980 |
টিএ৯৮ | A06.4.01.001 A06.3.01.008 |
টিএ২ | 3226 |
এফএমএ | FMA:7409 |
শারীরস্থান পরিভাষা |
ব্রঙ্কাস একটি বায়ু পথ যেখান দিয়ে ফুসফুসে বাতাস পৌছায়।
- এটি খাদ্যনালির সামনে অবস্থিত একটি ফাঁপা নল।এই নালিটি স্বরযন্তের নিচের অংশ থেকে শুরু করে কিছুদুর নিচে গিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে দুটি বায়নলের সৃষ্টি হয়,এগুলো শ্বাসনালী।এর প্রাচীর কতগুলো অসম্পূর্ণ বলায়াকার তরুণাস্থি ও পেশি দিয়ে গঠিত।এর অন্তর্গাত্র ঝিল্লি দিয়ে আবৃত।এ জিল্লিতে সূক্ষ লোমযুক্ত কোষ থাকে।এর ভেতর দিয়ে বায়ু আসা-যাওয়া করে।শ্বাসনালীর ভিতর দিয়ে কোন অপ্রয়োজনীয়' বস্তুকণা প্রবেশ করলে সূক্ষ লোমগুলো শ্লেষ্মার সাথে বাইরে বের করে দেয়।