ব্যবহারকারী আলাপ:Trilokadiponglar Bhilku

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্বাগতম ও অনুরোধ[সম্পাদনা]

শুভেচ্ছা নিন। বাংলা উইকিপিডিয়ায় স্বাগত।

আমি দেখতে পেয়েছি আপনি ভক্স মিডিয়া, ভক্স, দ্য ভার্জ অনুবাদ করে তৈরি করেছেন। এই জন্য ধন্যবাদ :) তবে নিবন্ধগুলি বেশ ছোট ৩/৪ লাইনের বেশি নেই। আমি আপনাকে অনুবাদ করে এই নিবন্ধগুলিতে আরো লাইন যোগ করতে অনুরোধ করছি।

আপনি যখন প্রীতম হাসান, মনোজ কুমার প্রামাণিক বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন, সেগুলো কিন্তু অসম্পূর্ণ অনুবাদ করেন নি। চেষ্টা করুন বাংলা উইকিপিডিয়াতেও তা করার, পুরোটা না পারলে অন্তত অর্ধেক করুন। বিশ্বাস করুন, ইংরেজি উইকিপিডিয়ায় হাজার হাজার উইকিপিডিয়ান আছে, কিন্তু বাংলা উইকিপিডিয়ায় আছে গুটি কয়েকজন। ফলে নিবন্ধগুলির উন্নতি সহসা কেউ করবে এমন সম্ভাবনা খুব কম। এমনকি আপনি কয়েক বছর পর এসে একই অবস্থা পেলেও অবাক হবেন না। সাহায্য করুন ভাই। আফতাবুজ্জামান (আলাপ) ০৫:৪৫, ১ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান, আমি পাতা গুলো সম্প্রসারিত করবো ভাই।  ধন্যবাদ বার্তাটির জন্য। Trilokadiponglar Bhilku (আলাপ) ০৭:৩৮, ১ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আবারো ধন্যবাদ। চালিয়ে যান, থেকে যাবেন না, আস্তে আস্তে আরও সম্পসারণের চেষ্টা করে যান। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১৩, ৩ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

প্রিয় Trilokadiponglar Bhilku,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ দুই মাসব্যাপী বাংলা উইকিপিডিয়ায় নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

আয়োজক দলের পক্ষে, AishikBot (আলাপ) ০৫:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন