যদি আমি দ্রুত উত্তর না দিতে পারি! তাহলে বুঝবেন; আমি বিশ্ববিদ্যালয়ে, অথবা ডেটিং-এ রয়েছি, একটি যুদ্ধে চলে গিয়েছি, অথবা ক্লান্ত-অবসন্ন অবস্থায় আছি, ছুটি পালন করতে পারি, হতে পারে আমাকে অপহরণ করা হয়েছে, কারাগারেও থাকার সম্ভবনা রয়েছে, হয়তবা ঘুমিয়ে পড়েছি, অথবা সম্ভবত মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি।
খুব কম সময়ে ৪০ নিবন্ধ তৈরি ও ১৪০০+ সম্পাদনা সত্যিই প্রশংসা যোগ্য। তাই আমার পক্ষ থেকে তোমার জন্য একটু ভালবাসা প্রিয়। ~SHEKH(বার্তা) ২৩:৪৭, ১৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি)