ব্যবহারকারী আলাপ:SMA/সংকলন/২০২০

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: SHAH ISMAIL TALUKDAR কর্তৃক ৩ বছর পূর্বে "তথ্যসূত্র প্রসঙ্গে" অনুচ্ছেদে

লক্ষ্য করুন এটি আমার প্রধান আলাপ পাতা নয়,

এই পাতাটি একটি সংগ্রহশালা। দয়া করে এটি সম্পাদনা করবেন না! এমনকি একটি পুরানো আলোচনা চালিয়ে যেতে, মূল পাতা ব্যবহার করুন। ধন্যবাদ।


তথ্যসূত্র প্রসঙ্গে[সম্পাদনা]

সুধী, শুভেচ্ছা নেবেন। সম্প্রতি খেয়াল করলাম কিছু ক্ষেত্রে তথ্যসূত্র যুক্ত করতে গিয়ে আপনি কালোতালিকা ছাঁকুনির বাঁধার সম্মুখীন হয়েছেন। আসলে উইকিপিডিয়াতে যে কোন ওয়েবসাইট বা লিংক (উদা: ব্লগ সাইট, ফোরাম, সামাজিক যোগাযোগ ইত্যাদি) তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা যায় না, যে তথ্যসূত্র ব্যবহার করা হয় তাদেরকেও মানসম্পন্ন হতে হয় এবং সেগুলো নির্ভরযোগ্য উৎস হতে হয়। আপনাকে আমি উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎস এবং উইকিপিডিয়া:অনির্ভরযোগ্য উৎসসমূহের তালিকা পাতা দুটি পড়তে অনুরোধ করবো। তাহলে আপনি উৎসসমূহের নির্ভরযোগ্যতার ব্যাপারে একটি ধারণা পাবেন। এছাড়া, সময় পেলে ইংরেজি en:Wikipedia:Reliable sources পাতাটিও পড়তে পারেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৩৪, ১৬ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@NahidSultan:

সুধী, সহযোগিতারর জন্য আন্তরিক শুকরিয়া (ধন্যবাদ)! Shåh Ismåil Tålukdår (আলাপ) ১১:০২, ১৬ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@NahidSultan:

সুধী, আন্তরিক শুভেচ্ছা নিবেন! আমি একটা বিষয় সম্পর্কে জানতে চাই। আমার নিত্য নতুন এমন নিবন্ধ তৈরি করতে ভালো লাগে যা উইকিপিডিয়ার জন্য উল্লেখযোগ্য এবং কোনো ভাষাতেই সেই নিবন্ধ নাই! কিন্তু যে সেসব নিবন্ধ তৈরি করতে গিয়ে অধিকাংশেরই ইন্টারনেটে উপযুক্ত তথ্যসূত্র পাইনা।যা পাই তা black listed! ফলে বিভ্রান্তিতে পড়ে যাই! কালো তালিকাভুক্ত বাঁধার সমুক্ষিন হই! আমি নথি গুলো অনেক আগেই পড়েছিলাম আর আপনি দেয়ার পরেও পড়েছি। কিনতু নিবন্ধের জন্য উপযুক্ত তথ্যসূত্র খুঁজে পাওয়া মুশকিল (মোবাইল থেকে) । এখন কী করবো? কী করা উচিত??? আশাকরি সুপরামর্শ দিয়ে সহায়তা করবেন। ~স্বেচ্ছাসেবী(বলুন...)০৮:০২, ১৮ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

বিবিধ প্রসঙ্গ[সম্পাদনা]

সুধী, উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য ধন্যবাদ। আপনার অবদানের পরিসংখ্যান দেখে বুঝা গেলো আপনার মোট ১৭১৭টি সম্পাদনার মধ্যে নিবন্ধ নামস্থানে ৯২৪টি, ব্যবহারকারী নামস্থানে ৭৩১টি সম্পাদনা এবং বাকি ৬২টি সম্পাদনা অন্যান্য নামস্থানে করেছেন। অর্থাৎ, আপনি ব্যবহারকারী পাতা সাজাতেও অনেকাংশে ব্যস্ত ছিলেন। এছাড়াও, আপনার আলাপ পাতা দেখে লক্ষ্য করলাম আপনি একটি আলাপও মূল আলাপ পাতা এবং সংগ্রহশালায় রাখেন নি, ইতোমধ্যে পুরাতন আলাপগুলো আমি উদ্ধার করেছি। আপনার আরেকটি বিষয় দেখলাম আপনার উইকিপদক উপপাতায় কোনো ব্যবহারকারী আপনাকে সম্ভবত পদক দেয় নি অথচ আপনি বেশ কয়েকটি পদক যোগ করেছেন এবং নিজের অন্য একাউন্ট(বর্তমানে বাধাপ্রাপ্ত) ব্যবহার করে নিজেকেই পদক দিয়েছেন যেটি মোটেও উচিত নয়, আমি উক্ত পাতার তথ্যসমূহ এখনই মুছে দিচ্ছি। আপনাকে বলে রাখি, উইকিপিডিয়া কোনো বিজ্ঞাপন বা প্রচারণা মাধ্যম নয়। আপনি নীতিমালা বিরোধী কাজ করায় বর্তমান একাউন্টটিকেও ২ বার বাধা দেওয়া হয়েছিল। আপনার প্রতি অনুরোধ, উইকিপিডিয়ার প্রধান নামস্থানসমূহে অবদান রাখুন, প্রয়োজনে উইকিপিডিয়ায় চলমান রমজান এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করুন। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৬:১৫, ১১ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Al Riaz Uddin Ripon:

সূধী, আপনি আমার আলাপ পাতায় বার্তা রেখেছেন। আপনি বলেছেন আমি ব্যবহারিক পাতাতে সম্পাদনা করি। সম্পাদনা সংখ্যা বেশি। শোনোন, আমি আমার ব্যবহারিক উপপাতাতে সম্পাদনা করে তা নিবন্ধে প্রতিস্তাপিত করি আর নিবন্ধ প্রস্তুত করি। এতে করে ব্যাবহারিক পাতা/উপপাতা তে সম্পাদনা সংখ্যা বেরে গিয়েছে বলে এইটা বলা অনুচিত যে আমি উইকিপিডিয়া তে অবদান রাখছি না বরং নিজের ব্যবহারিক পাতা সাজাচ্ছি! আর রমজান মাসের এডিডাথনে অনেক আগে থেকেই যোগ দিয়েছি। সম্পাদনা ও করছি। আপনার আর নিজে থেকে বলা লাগবে না। আর এর আগে যেজন্য আমি ২বার বাধা পেয়েছি তা শুধুই মাত্র সমস্যায় পড়ে পেয়েছি, স্বেচ্চায় নয় (এর জন্য আমি অনুতপ্ত ও শর্মিন্দা) । আসলে বার বার ট্যাব করে লিখতে অসুবিধা হত তাই এমনটা করেছিলাম। আর পুরাতন আলাপ আমি সংগ্রহশালাতে যোগ করতে গিয়ে ফোনের চার্জ চলে গিয়েছিল।তাই বাকি গুলু আর যোগ করা হয় নাই। আর অন্য একাউন্ট যেটা সেটা অবৈধ কোন একাউন্ট না আর পদকের জন্য শুধুমাত্র উপপাতা তৈরি করেছিলাম। যা ইতিমধ্যে অপসারিত হয়েছে। নতুন করে আর কিছুই বলব না। যাই হোক, শোনোন আমরা সবাই উইকিপিডিয়ান। আর আমাদের নৈতিকতাবোধ আছে বলেই আমরা উইকিপিডিয়াতে অবদান রাখি। আমিও অবদান রাখছি! আশা করি বুঝতে পেরেছেন। চলুন একসাথে বাংলা উইকিপিডিয়া কে সমৃদ্ধ করার চেষ্টা করি। শুভ হোক আপনার উইকি সম্পাদনা, এই প্রত্যাশায়! ভালো থাকবেন। ধন্যবাদ। — Sh@h (আলাপ) ০১:৫৫, ১৫ মে ২০২০ (ইউটিসি)

আমার আলাপ পাতায় দেওয়া একই বার্তার উত্তর সেখানেই দিয়েছি। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৯:২৩, ১৫ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন