ব্যবহারকারী আলাপ:Robin Saha/খেলাঘর/৭

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Usoejw9 কর্তৃক ১ বছর পূর্বে "রচনাশৈলির সংস্করণ" অনুচ্ছেদে

রচনাশৈলির সংস্করণ[সম্পাদনা]

ব্যবহারকারী:Robin shaha/খেলাঘর/৭ এই পাতায় আমি প্রমাণ সহ নিরপেক্ষভাবে তথ্য উপস্থাপন করেছি। কাজটি যদিও শেষ হয়নি, আপাদত সকলেই লেখাটি দেখুন। কোনো মন্তব্য থাকলে আলোচনা করুন। পরে একসময় সংস্করণটি নিবন্ধে সংযোগ করে দিব। --রবিন সাহা ১৫:১৯, ২ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন


@রবিন সাহা আপনি রামায়ণ অনুযায়ী বর্ণনা দিয়েছেন, কিন্তু কৃত্তিবাসী রামায়ণসহ আরো কয়েকটি রামায়ণ বইয়ে এ যজ্ঞের বিস্তারিত উল্লেখ নেই। Usoejw9 (আলাপ) ১৬:৫৪, ২ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আর অশ্বমেধ পর্বে ঘোড়া হত্যার বিরোধিতা হলে, তাহলে ঘোড়া বলি হলো কোথায়? আর ওখানে অনেক মহাভারতের বই আছে যেখানে, অশ্বমেধ পর্ব শেষ পর্যন্ত বর্ণনা নেই। আপনি রামায়ণ ও মহাভারতের উল্লেখ না করে শুধু বেদের কথাই উল্লেখ করুন। সুভাষ কাকের উৎসে আপনি পড়েননি, "asvaka" অর্থ যেমন মৃত ঘোড়া তেমনি "যজ্ঞের আগুনও হয়।

আর যজুর্বেদ নিজে থেকে পশু হত্যা মানা করে, [[১]] Usoejw9 (আলাপ) ১৭:০৪, ২ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন


@Usoejw9
  1. আমি “বাল্মীকি রামায়ণ” - পঞ্চানন তর্কারত্ন এবং হেমচন্দ্র ভট্টাচার্য এর বঙ্গানুুবাদ থেকে উদ্ধৃতি দিয়েছি। যা কৃত্তিবাসী রামায়ণ থেকেও বেশি প্রামাণিক। তথ্যসূত্রে নিজে যাচাই করে উল্লেখ করেছি। মিলিয়ে দেখতে পারেন।
  2. আপনি মহাভারত হতে দেওয়া রেফারেন্সগুলো যাচাই করে দেখুন। কোথায় কি বলা হয়েছে, দেখতে পারবেন। রামায়ণ মহাভারত উল্লেখ না করে কেবল বেদ উল্লেখ করা সম্ভব নয়। কারণ রামায়ণ মহাভারতে অশ্বমেধ যজ্ঞ সম্পর্কিত যেই বর্ণনা তা অস্বীকার করার ক্ষমতা উইকিপিডিয়ার নাই। সুভাস কাক যদি তার আলোচনায় কোনো বিরোধিতা করে থাকেন, তাহলে তার মতামতটি তার নাম দিয়ে তুলে ধরুন, যেভাবে আমি অন্যদের মতও এখানে তুলে ধরেছি।
  3. ঘোড়া হত্যা সত্যই আছে কি না আছে, তার সিদ্ধান্ত উইকিপিডিয়া নিবে না। উইকিপিডিয়াতে সম্পাদকের নিজের কোনো গবেষণা প্রচার করা হয় না। অন্য কোনো গবেষক যেই মত দেন, তা কেবল তুলে ধরা হয়। আপনিও চাইলে আপনার অনুকুলে কারও মতকে তুলে ধরতে পারেন। এতে কেউ বিরোধিতা করবে না। পাশাপাশি বিরোদ্ধ মতকেও যদি কেউ তুলে ধরে, তার বিরোধিতা আপনি করতে পারেন না। উইকিপিডিয়ার আদর্শে তা নেই। উইকিপিডিয়া কোনো মৌলিক গবেষণা নয়

-- রবিন সাহা ০২:৪১, ৩ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন


@রবিন সাহা আপনি যদি দিতেই চান রামায়ণ ও মহাভারতের উৎস তাহলে অন্য উৎসগুলোও যোগ করুন যেখানে অশ্বমেধ যজ্ঞের বিস্তারিত উল্লেখ নেই। আমি কোনো গবেষণা করছি না এখানে। নিবন্ধটি বিতর্কিত বলেই বলছি। Usoejw9 (আলাপ) ০৬:২৩, ৩ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আর রামায়ণ ও মহাভারতের মূল শ্লোকে এমন কিছুই নেই যেটার অর্থ দাড়ায় খড়গ বা শুল বা তলোয়ার দ্বারা ছেদন করা। Usoejw9 (আলাপ) ০৬:২৫, ৩ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন


রামায়ণ মহাভারতে সেরকম যদি থেকে না থাকে, তাহলে আপনি নিজেই এরসাথে যোগ করতে পারবেন। অনুবাদকেরা কেন ভুল করল, তাও উল্লেখ করতে হবে। অথবা, কোন অনুবাদক তার অনুবাদ কিভাবে করল, তাও দেখানো যেতে পারে। (এরকম কাজটি করার ইচ্ছা থাকলে, আপনি প্রথমে আপনার খেলাঘর পাতাটিতে তা তৈরি করুন। এরপর চাইলে আমাকে দেখান। উইকি রচনাশৈলী মেনে লেখা হয়েছে কি না, সে বিষয়ে আমি আপনাকে সহায়তা করতে পারব।)
আপনি আপনার বিপক্ষে যাওয়া বক্তব্যগুলো কেটে দিচ্ছেন। এজন্য বলছি, সম্পাদকের কোনো মৌলিক গবেষণা/নিজস্য অভিমত উইকিপিডিয়া গ্রহণ করে না। রবিন সাহা ১২:৪২, ৩ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@রবিন সাহা কিভাবে খেলাঘর তৈরি করে তার প্রক্রিয়াটা বলে দিলে ভালো হতো। Usoejw9 (আলাপ) ১৪:০৫, ৩ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আপনার প্রধান খেলাঘর- ব্যবহারকারী:Usoejw9/খেলাঘর রবিন সাহা ১৪:৩৮, ৩ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ব্যবহারকারী মেনুতেও পাতাটি দেখতে পারবেন। রবিন সাহা ১৪:৪৮, ৩ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@রবিন সাহা আপনি এভাবে দিতে পারেন, ব্যবহারকারী:Usoejw9/খেলাঘর

যদি আমার বাক্য চারটি মার্জিত মনে না হয় তাহলে তা ঠিক করার অনুরোধ রইল। Usoejw9 (আলাপ) ১৫:৪৬, ৩ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Usoejw9 “কিছু অনুবাদক” এর পরিবর্তে কোন কোন অনুবাদক তা করেছেন, তা উল্লেখ করে দিন।
শান্তি পর্বের বক্তব্যটি কোন অধ্যায়ে তা যুক্ত করুন। রবিন সাহা ১৩:৪২, ৪ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@রবিন সাহা "কিছু অনুবাদক" দিয়েছি কারণ কোন কোন অনুবাদক মহাভারত ও রামায়ণ লিখেছেন তা এখনও ঠিক না। কারণ শুধু হিন্দি অনুবাদ করা মহাভারত ও রামায়ণও আছে। আবার অনেক বই আছে যেগুলো পাবলিক ডোমেইনে নেই। Usoejw9 (আলাপ) ১৪:০৫, ৪ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@রবিন সাহা আমি সোজা কাহিনীটুকু যুক্ত করছি। যদি ঐ উৎস থেকে অধ্যায়টা পান তাহলে যুক্ত করে দিন। Usoejw9 (আলাপ) ১৪:৫৪, ৪ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
এটা উনাদের ইচ্ছাকৃত ভুল না কি অন্য কোনো কারণ আছে, কেন সংযুক্ত করলেন না তা উল্লেখ করুন। সেই অংশ প্রক্ষিপ্ত কি না, এমন হলে তা উল্লেখ করুন। সম্ভব হলে কোনো গবেষকের মৌলিক গবেষণা তথ্যসূত্র হিসেবে ব্যবহার করুন। রবিন সাহা ১৫:৫১, ৪ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Usoejw9 ইন্ডিয়াান কালচার ওয়েবসাইট থেকে আপনি রামায়নের যেই গ্রন্থটি দিয়েছেন, তা মূল রামায়ন নয়। রামায়নের আদলে লেখা একটি ছোট সংস্করণ। আমার মনে হয়, এটা তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা যাবে না। রবিন সাহা ১৬:০৬, ৪ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@রবিন সাহা একটি উৎস বাদ গেলে অসুবিধা নেই। আর সুভাষ কাকের উৎসে অশ্বমেধ এর দুই ধরনের ব্যাখ্যা করা আছে। Usoejw9 (আলাপ) ১৭:১০, ৪ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনি তা যোগ করে ব্যাখ্যা করে দিন। Usoejw9 (আলাপ) ১৭:১২, ৪ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আমার মনে হয়, এই বিষয়টি নিয়ে আমার থেকে আপনার ধারণা ভাল আছে। আপনি হয়ত আরও ভালভাবে কাজটি করতে পারবেন। রবিন সাহা ১৫:০৬, ৬ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

তাহলে আপাতত স্থগিত রাখুন কারণ আমার কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে। কয়েক মাস পরে আমি এ নিয়ে সম্পাদনা করব। আপনি আপনার খেলাঘরে চাইলে আরো তথ্য যোগ করতে পারেন। Usoejw9 (আলাপ) ১৭:৩৯, ৬ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন