প্রথমত সংগ্রহশালায় স্থানান্তরের কাজটি আমি হাতেই করি, এক্ষেত্রে কোন বট ব্যবহার করি না। নিম্নের টেবিলে আমার আলাপ পাতার সকল সংগ্রহশালা রয়েছে।
• প্রথমত, কোন সক্রিয় আলোচনা সংগ্রহশালায় নেয়া হবে না।
• বিতীয়ত, আজকের তারিখ (১২ মে ২০২২ (হালনাগাদ)) হতে ১২ মাসের অধিক পুরাতন কোন বার্তা/আলোচনা আমার আলাপ পাতায় রাখা হবে না।
• তৃতীয়ত, ন্যুনতম ৪ টি বার্তা আলাপ পাতায় রাখা হবে। তাই যদি কোন পুরাতন বার্তা/আলোচনা আমার আলাপ পাতায় থাকে, ভাববেন না আমি সংগ্রহশালায় নিতে ভুলে গেছি।.
• সর্বশেষ, প্রতি মাসের ১০-১৭ তারিখের মধ্যে আমার আলাপ পাতা থেকে আগের মাসের পুরাতন বার্তা সংগ্রহশালায় স্থানান্তর করা হবে।
উপরের নীতিগুলো একটি ক্রম মেনে চলে। ক্রমের উচ্চ অবস্থানে থাকা নীতি প্রাধান্য পাবে এই ধারায় এই নীতিগুলো চলবে।