ব্যবহারকারী আলাপ:Owais Al Qarni/অনুবাদ বিষয়ক তালিকা/সংগ্রহশালা ১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Owais Al Qarni কর্তৃক ৩ বছর পূর্বে "উত্তর" অনুচ্ছেদে

আমন্ত্রণ[সম্পাদনা]

@ShohagS: আমি ওখান থেকে তালিকা তৈরী করে ফেলেছি। যেগুলো হয়ে গেছে সেগুলোতে ঠিক মার্ক দিয়েছি। আর যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোতে থ্রি-স্টার চিহ্ন দিয়েছি। যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। যদি কোন একটা হয়ে যায়, তার পাশে ঠিক দিয়ে দিবেন! - ওয়াইস আলাপ ২০:২০, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@ShohagS:আপনি যেটা শুরু করবেন সেটাতে {{Inprogress}} ট্যাগ লাগিয়ে দিয়েন। আমিও দিব। আর এখানে যে তালিকা টা আছে সেটার কি হবে? A. Shohag ০৫:১৪, ৭ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@ShohagS: আমি একটা শুরু করছি। অনেক অনেক বড়। শেষ হতে কয়েকদিন লাগবে। - ওয়াইস আলাপ ০৭:৩৫, ৭ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@ShohagS: দুই নাম্বারটা তো করা হয় নি!!! - ওয়াইস আলাপ ১৫:৩৫, ১১ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Owais Al Qarni:ভুল হয়েছিল। ঠিক করে দিলাম। A. Shohag ১৫:৩৯, ১১ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Owais Al Qarni: কয়েকদিন আপনার সংগে থাকতে পারব না মনে হয়। এখানে তিনটা অনুবাদ শুরু করেছি। আবার এত বড় পাতা Entropy হাতে নিলাম। তাই কয়েকদিন পরে দেখা হবে।আর কালকেই মনে হয়ে এইটা en:Rabey Hasani Nadwi হয়ে যাবে।কয়েকদিন পরে দেখা হচ্ছে। A. Shohag (pingme||Talk) ১৩:৫৩, ১৫ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@ShohagS: ইলিয়াস গুম্মানটা কি শেষ?? আর না হয় ডিলিট করে দিন। আমি করি। - ওয়াইস আলাপ ০৪:০২, ৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Owais Al Qarni: ডিলিট করেছি তো। ভুল করে সম্ভবত {{inprogress}} ট্যাগটা আড করেছিলাম। ~ এ বি ডি (প্রত্যুত্তরদিন||আলাপ) ০৪:১৪, ৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আমন্ত্রণ[সম্পাদনা]

@SH Mahfooz:, আপনাকে জীবনী বিষয়ক নিবন্ধ অনুবাদ করতে দেখতে পাচ্ছি। সম্ভব হলে এখানেও হাত দিতে পারেন। ধন্যবাদ। - ওয়াইস আলাপ ০৭:০৯, ২৫ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@SH Mahfooz: ভাই এরা সবাই ইসলামিক ব্যক্তি। আপাতত আমি অন্য কাজ নিয়ে ব্যস্ত। আপনি পারলে ওয়াইস ভাইকে একটু হেল্প করেন।~ এ বি ডি (প্রত্যুত্তরদিন||আলাপ) ০৪:১৬, ৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

এইটা[সম্পাদনা]

@Safi Mahfouz: ইসলামি পণ্ডিতদের নিয়ে বাংলায় নিবন্ধ সংখ্যা খুব কম। আমি এই তালিকাটি তৈরী করেছি এবং আস্তে আস্তে অনেকগুলো শেষ করেছি। আপনি চাইলে শুরু করতে পারেন। শুভ কামনা। - ওয়াইস আলাপ ০৭:৩৯, ২৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Owais Al Qarni: ওহ! ভূলেই গিয়েছিলাম, আপনি অনেকদিন আগেই আমাকে আমন্ত্রণ করেছিলেন। পুনরায় মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ। আশাকরি একদি আমরা সবকটা নিবন্ধ অনুবাদ সম্পন্ন করে অনুবাদের তালিকায় যুক্ত করার জন্য আবার ইংরেজী উইকি ঘাটাঘাটি করে নিবন্ধ খুজতে হবে😆😆😆। সাফী মাহফূজ (বলুন শুনছি) ১৭:৫৮, ২৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Owais Al Qarni: ঠিক আছে। সাফী মাহফূজ (বলুন শুনছি) ০২:১৫, ২৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আমন্ত্রণ[সম্পাদনা]

@আবুবকর আলী আশরাফ: ভাই, আপনি ইসলামি পণ্ডিত নিয়ে কাজ করেন। সময় সুযোগ মত এখানে একটু হাত লাগাতে পারেন। ধন্যবাদ। - ওয়াইস আলাপ ১২:১৭, ৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অক্টোবর ২০২০[সম্পাদনা]

@Safi Mahfouz: ভাই, উর্দুতে দক্ষতা থাকলে এটা একটু প্রথমে করে দেওয়ার অনুরোধ করছি। - ওয়াইস আলাপ ১২:১২, ১১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Owais Al Qarni: অবশ্যই চেষ্টা করব। আর উর্দুতে আমার মোটামোটি দক্ষতা আছে।

মুহাঃ সাফী মাহফূজ (বলুন, শুনছি)

@Safi Mahfouz: ভাই, সাদ কান্ধলভিকে অনেকদিন ধরে ওয়েটিংয়ে রাখছেন, দেখতেছি। - ওয়াইস আলাপ ১০:৫৮, ১২ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Owais Al Qarni: আগামীকাল শুরু করব। কিছুটা আমার খেলাঘরে ওয়েট করছে প্রধান নামস্থানে যাবার জন্য। বাকীটা সেরে স্থানান্তর করব। দয়া করে আপনার আলাপ পাতায় দেয়া বার্তাটা উপেক্ষা করবেন না।
@Safi Mahfouz: কিসের বার্তা? জাভা স্ক্রিপ্টেরটা সমাধান হল তো! - ওয়াইস আলাপ ১১:৫৪, ১২ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Owais Al Qarni: স্বাক্ষর নামে একটি অনুচ্ছেদ আছে। তা লক্ষ্য করুন। মুহাঃ সাফী মাহফূজ (বলুন) ১৪:০৪, ২২ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ওয়াইস ভাই! হাতে অন্য কোন গুরুত্বপূর্ণ কাজ না থাকলে আগে এই কাজটা শেষ করুন। মুহাঃ সাফী মাহফূজ (বলুন) ১৪:০৪, ২২ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Safi Mahfouz: হ্যাঁ, এটা নিয়ে ব্যস্ত ছিলাম। আপনাকে একটা অনুরোধ করছি। আপনি এটার সাথে ওটা মিলিয়ে ভুল-ত্রুটিগুলো সংশোধন করে দিন এবং ওটার তথ্যছক এবং নিচে কতগুলো লিখি নি, ওটাও যোগ করে দিন৷ সাথে হারুন ইসলামাবাদী নিয়েও ব্যস্ত ছিলাম। - ওয়াইস আলাপ ১৫:১৭, ২২ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Owais Al Qarni: আমি আন্তরিক ভাবে দুঃখিত। আমি আরবি পারিনা। কেননা আমি সবে মাত্র মীজান জামাতে উঠেছি। আরবির সাথে তেমন একটা পরিচিত হতে পারিনি। যাই হোক, আপনি আরবি পারেন, জেনে ভাল লাগল। আর কয়েকটা নিবন্ধ আছে, যা ইংরেজিতে অনেক ছোট এবং অল্প তথ্য বিশিষ্ট। কিন্তু উর্দুতে বড়। তাই যেসব নিবন্ধ ইংরেজিতে ছোট অথচ উর্দুতে বড় ও সূত্রবহুল, তালিকায় সেসব উর্দু নিবন্ধ যোগের অনুরোধ রইল। মুহাঃ সাফী মাহফূজ (বলুন) ১৫:২৮, ২২ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Safi Mahfouz: ঠিক আছে। কিন্তু আমি নিরীক্ষা করে দেখেছি, উর্দুতে নিবন্ধের অবস্থা বাংলার চেয়েও অনেক বাজে। যেমনঃ থানভী চিলচিলার অন্যতম নক্ষত্র শাহ হাকীম আখতারের একটা নিবন্ধ যোগ করেছি। ওটা পড়ে দেখেন। কি গাল গল্পের মত করে লিখেছে! আর এটা নিয়েও একটু ব্যস্ত আছি। এখানে অনেক বড় নিবন্ধ আছে, আপনি চাইলে ওগুলো আগে করতে পারেন। মাজারে কাসেমি নিবন্ধটা দুদিন হলো তৈরী হয়েছে, আমিও শেষে যোগ করেছি। আপনি শেষেরটা আগে করে নিলেন। ইদানীং আমি ইংরেজি নিবন্ধে কাজ করছি। ইংরেজিতে আমার নিবন্ধ মাত্র ৬টা। তাই! - ওয়াইস আলাপ ১৫:৩৫, ২২ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

গুরত্বপূর্ণ[সম্পাদনা]

@Safi Mahfouz: 3 স্টারগুলো আগে করার চেষ্টা করবেন। ধন্যবাদ। - ওয়াইস আলাপ ১৬:৩৩, ২২ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Owais Al Qarni: মৌলভী আসমাতুল্লাহ পাতাটি তৈরি করা হয়নি। কিন্তু করা হয়েছে ট্যাগ কেন লাগানো? আর মিয়া আসগর হুসাইনের কাজ চলছে অন্য জায়গায়। মুহাঃ সাফী মাহফূজ (বলুন)
@Safi Mahfouz: হয়ে গেছে। ঘুম চলে এসেছিল, তাই আন্তঃসংযোগ দিতে পারি নি। - ওয়াইস আলাপ ০৬:৪৯, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আমন্ত্রণ[সম্পাদনা]

@Miad I Mahbub BD: সম্ভব হলে এই তালিকা থেকে কিছু নিবন্ধ অনুবাদ করার অনুরোধ রইল। ধন্যবাদ। - ওয়াইস আলাপ ১১:৫১, ৩০ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ শিঘ্রই অনুবাদ শুরু করব।Miad I Mahbub BD (আলাপ) ১২:৩৪, ৩০ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Miad I Mahbub BD: আমন্ত্রণ গ্রহণ করার জন্য ধন্যবাদ। আসলে উইকিতে এই টাইপের নিবন্ধ সংখ্যা নেহায়েত কম। তবে লক্ষ্য রাখবেন, যাতে যান্ত্রিক অনুবাদ না হয়। ভোপাল তাবলিগী ইজতেমায় কিছুটা যান্ত্রিক অনুবাদ লক্ষ্য করেছিলাম। নিবন্ধের মান বৃদ্ধিটাও গুরুত্বপূর্ণ। - ওয়াইস আলাপ ১৩:৩৬, ৩০ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
সম্পূর্ণটাই যান্ত্রিক অনুবাদ ছিল, অনুবাদক টুল গুলো পরিক্ষার জন্য ঐ নিবন্ধটা তৈরি করেছিলাম Miad I Mahbub BD (আলাপ) ১৫:৪৮, ৩০ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ডিসেম্বর ২০২০[সম্পাদনা]

@Safi Mahfouz: উর্দুগুলোতে হাত দিতে পারেন। সেক্ষেত্রে তথ্যসূত্রের অপ্রতুলতা থাকতে পারে, গুগল সার্চে পেয়ে যাবেন আশা করি। - ওয়াইস আলাপ ০৯:০০, ২১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Owais Al Qarni: ঠিক আছে, চেষ্টা করবো। — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১৩:১০, ২১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

উত্তর[সম্পাদনা]

@Safi Mahfouz: প্রথমটা শুরু করেছিল সোহাগ, তাকে অনেকদিন এক্টিভ দেখছি না। ২য় টা শুরু করেছিল, মিয়াদ নামের একজন।বর্তমানে সে ব্লকে আছে। - ওয়াইস আলাপ ০৯:৩০, ২৬ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Owais Al Qarni: দুঃখিত। আর যেটা মিয়াদ শুরু করেছিল, সেটার ট্যাগ সরিয়ে দিচ্ছি। সোহাগ সাহেব, তালিকার {{করা হচ্ছে}} ট্যাগযুক্ত (আপনিই যুক্ত করেছিলেন) নিবন্ধটির কাজ শেষ করুন। নাহলে ট্যাগটি অপসারন করুন।