ব্যবহারকারী আলাপ:Khalid04174

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম[সম্পাদনা]

এডিটাথনে আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় Khalid04174, মানবাধিকারের পক্ষে উইকি এডিটাথনে অংশগ্রহণ করতে আগ্রহী হওয়ায় আপনাকে ধন্যবাদ জানাই। আপনি নিবন্ধ তালিকা থেকে এক/একাধিক নিবন্ধ নির্বাচন করেছেন, যা নিয়ে পরবর্তীতে আর কাজ করেননি। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন, তাহলে ঐ সকল নিবন্ধে কাজ করতে পারেন, না হলে অন্যদের জন্য ঐ সকল নিবন্ধ উন্মুক্ত করে দেয়া হবে। অংকন (আলাপ) ১২:৩৮, ৪ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় Khalid, আপনি মানবাধিকারের পক্ষে উইকি এডিটাথনে অংশগ্রহণ করে উৎস সংক্ষেপণ নিবন্ধটি তৈরি করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাই। অনুরোধ থাকবে নিবন্ধটি সম্পূর্ণ অনুবাদ হয়ে গেলে এই লিঙ্কে গিয়ে জমা দেয়ার জন্য, নাহলে আমরা বুঝতে পারব না এডিটাথনে কে কে নিবন্ধ তৈরি করেছেন। ধন্যবাদ। ―

নিবন্ধ জমা দেয়ার অনুরোধ[সম্পাদনা]

সুপ্রিয় Khalid, আপনি মানবাধিকারের পক্ষে উইকি এডিটাথনে অংশগ্রহণ করে উৎস সংক্ষেপণ নিবন্ধটি তৈরি করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাই। অনুরোধ থাকবে নিবন্ধটি সম্পূর্ণ অনুবাদ হয়ে গেলে এই লিঙ্কে গিয়ে জমা দেয়ার জন্য, নাহলে আমরা বুঝতে পারব না এডিটাথনে কে কে নিবন্ধ তৈরি করেছেন। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ১০:০৩, ১০ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

জলবায়ুর পক্ষে উইকি পদক[সম্পাদনা]

জলবায়ুর পক্ষে উইকি পদক
প্রিয় Khalid04174,
বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষ্যে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ ও মানুষের উপর এর প্রভাব নিয়ে বাংলা উইকিপিডিয়ায় তথ্য বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত ‘মানবাধিকারের পক্ষে উইকি’ শীর্ষক বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ এডিটাথনে নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় গুরুত্বপূর্ণ এ বিষয়াবলী সমৃদ্ধ করতে ভূমিকা রাখায় শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। এডিটাথনের আয়োজক দলের পক্ষে ― অংকন (আলাপ) ১৪:৩৯, ১৫ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]