বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Faizul Latif Chowdhury/কুরআনের বাংলা অনুবাদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Faizul Latif Chowdhury কর্তৃক ২ বছর পূর্বে "সেপ্টেম্বর ২০২১" অনুচ্ছেদে

সেপ্টেম্বর ২০২১[সম্পাদনা]

@Faizul Latif Chowdhury: কেন জানি, এই নিবন্ধটি আগাগোড়া কপি-পেস্ট মনে হচ্ছে!–ধর্মমন্ত্রী (আলাপ) ২০:১৬, ১৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

  • গতকাল কুরআন নিবন্ধের একটি সম্পাদনা (5417021) বাতিল করেছেন Mehediabedin। বর্জিত অংশ কুরআনের বাংলা অনুবাদ শীর্ষক নিবন্ধ খুলে সংরক্ষণ করা হয়েছে। অধিকাংশই বইয়ের নাম ও বিবরণ। অতএব, কপি-পেস্টের গন্ধ মুছে ফেলা কঠিন কাজ হবে না। নতুন নিবন্ধটি প্রাসঙ্গিক। কুরআনের প্রথম বঙ্গানুবাদক কে এ বিষয়ে বিতর্ক অংশটুকুন বাদ দিলে বাকী অংশ একটি তালিকা মাত্র। নতুন নিবন্ধটিকে মানুষ করার উদ্যোগে অংশ গ্রহণের জন্য অনুরোধ করি। — Faizul Latif Chowdhury (আলাপ) ০৫:৩১, ১৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
    @Faizul Latif Chowdhury: আমি পুরো লেখাটা পড়ে ও যাচাই করে দেখিনি। এই আলোচনা নজরে পড়ায় মন্তব্য করছি কেবল। আমি জানি না ঐ আইপি সম্পাদক লেখাগুলি কোথায় পেয়েছেন। হ্যাঁ, বইয়ের নাম যা আছে তাই লিখতে হবে। এখানে কপিরাইটের কিছু নেই। তবে বইয়ের বিবরণ অংশ যদি অন্য কোন বহিঃউৎস থেকে অনুলিপি (কপি) করা হয়, তবে কেবল বিবরণ অংশটি সংশোধন (বা পুনর্লিখন) করতে হবে আমাদের। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৫, ১৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: কালের কণ্ঠ, কুরআনের অনুবাদসমূহের তালিকা, এরকম বিভিন্ন সংবাদ।–ধর্মমন্ত্রী (আলাপ) ১৮:০১, ১৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
সবাইকে ধন্যবাদ। কিছুটা পুনর্লিখন চলছে, কিছুটা নতুন করে লেখা। সে সব যথেষ্ট হবে না; অন্য উৎস থেকেও তথ্য নিতে হবে। দেখা যাচ্ছে এ বিষয়ে বেশ কয়েকটি বই বাজারে আছে। অসংখ্য তথ্যতীর্থে তো নাান নিবন্ধ আছেই। সূচনাংশ কিছুটা লিখেছি। বইয়ের বিবরণী বিশদ করার চেষ্টা নেয়া হবে। দেখা গেল [বঙ্গীয় সাহিত্য পরিষদে]] প্রথম বা দ্বিতীয় অনুবাদের একটি কপি আছে। প্রচ্ছদ সংগ্রহ করার চেষ্টা করছি। সবাই কিছু কিছু অবদান রাখলে সুবিধা হবে, দ্রুত হবে।। — Faizul Latif Chowdhury (আলাপ) ০৩:৫৭, ১৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
নিবন্ধটি মনে হয় হাপিশ করে দেয়া হয়েছে। কিছু কাজ করেছিলাম। বাকীটুকু ধীরে ধীরে করে ফেলা সম্ভব ছিল। — Faizul Latif Chowdhury (আলাপ) ১৭:৩৯, ২৯ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন