বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Avijitsutradhar7176

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Avijitsutradhar7176 কর্তৃক ৭ মাস আগে "লাল সহেলি (Scarlet Minivet)" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

লাল সহেলি (Scarlet Minivet)[সম্পাদনা]

মোটামুটি ১৭ থেকে ২২ সেন্টিমিটারের মত দৈর্ঘ্যের এই পাখিটি Passeriformes বর্গের অন্তর্গত Campephagidae পরিবারের সদস্য। ভারত, চীন, মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, মালয়েশিয়া, এবং জাভা, বালি ও সুমাত্রার দ্বীপপুঞ্জে এদের দেখা যায়। সারা বিশ্বে এদের ১৯ টি উপপ্রজাতি রয়েছে। এরা মুলত স্থানীয় আবাসিক পাখি। ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়। এক একটি দলে স্ত্রী ও পুরুষ মিলে প্রায় ১৫ থেকে ২০ টির মত সদস্য থাকতে পারে। তবে কখনো কখনো একাকী বা জোড়ায় জোড়ায়ও দেখা যায়। এদের মধ্যে ভবঘুরে স্বভাবও রয়েছে। কম উচ্চতা বিশিষ্ট গ্রীষ্মমণ্ডলীয় পাহাড়ি অঞ্চলে ঘন গাছ-গাছালির পরিবেশে এরা বিচরণ করে। শীতকালে পাহাড়ের পাদদেশে চা-বাগান গুলিতে এদের আনাগোনা বেড়ে যায়। কখনো কখনো সমতলের দিকেও নেমে আসে। ফিঙে (Drongo) বা হাঁড়িচাচা (Treepie) বা কাবাসি (Cuckooshrike) পাখিদের সঙ্গে সঙ্গে দল বেঁধে শিকারে বের হয়। গাছের শাখা-প্রশাখা এবং কচি ডগাপাতায় লুকিয়ে থাকা পোকামাকড় শিকার করে। ডানা ঝাপটে পাতার নিচে লুকিয়ে থাকা পোকাগুলোকে বেরিয়ে আসতে বাধ্য করে। শুঁয়োপোকা, মাকড়শা, ঝিঁঝিঁ পোকা, ফড়িং এবং অন্যান্য ছোট উড়ন্ত পোকামাকড় খেয়ে জীবনধারণ করে। পুরুষ ও স্ত্রী পাখির মধ্যে পার্থক্য ব্যাপক। পুরুষ পাখির মাথা, গলা, ঘাড়, পিঠ, ডানা এবং লেজের উপরিভাগ কুচকুচে কালো। বুক, দেহতল, লেজতল, লেজের দুই ধার এবং কোমর লালচে কমলা। ডানার মাঝখানে কয়েকটি ছোট-বড় লালচে কমলা ছাপ দেখা যায়। ডানায় প্রায় তিন থেকে চারটি লালচে কমলা ছাপ দেখে ল্যাঞ্জা সহেলি (Long–tailed Minivet) ও ছোট-ঠোঁট সহেলি (Short-billed Minivet) এই দুটি আলাদা আলাদা প্রজাতি থেকে লাল সহেলিকে পৃথক করা যায়। অন্যদিকে স্ত্রী পাখটিও দেখতে বেশ সুন্দর। স্ত্রী পাখির মাথার চাঁদি, ঘাড়, কাঁধ এবং পিঠ ছাই ধূসর বর্ণের। ডানা এবং লেজের উপরিভাগ কালো। কপাল, ভ্রু, চিবুক, গলা, বুক, দেহতল, লেজতল এবং কোমর সবুজাভ হলুদ। কালো ডানার মাঝখানে কয়েকটি ছোট-বড় সবুজাভ হলুদ ছাপ। স্ত্রী-পুরুষ উভয়েরই ঠোঁট ও পা কালো এবং চোখ কালচে বাদামী। এদেরই মত দেখতে কমলা সহেলি (Orange Minivet) আরও একটি প্রজাতি যাদের দক্ষিণ ভারতে দেখা যায়। কিন্তু কমলা সহেলির দেহতল ও ডানার ছাপ হলদেটে কমলা বর্ণের। লাল সহেলি সিস বাজানোর মত ‘স্যুইপ স্যুইপ স্যুইপ… স্যুইট স্যুইট’ সূরে গান গায়। ভারতে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস অবধি সময়ে এরা প্রজনন করে। ভূমি থেকে ৬ থেকে ২০ মিটার উচ্চতার মধ্যে গাছের অনুভূমিক ডালে ছোট কাপ আকৃতির বাসা বানায়। গাছের ছোট ডালপালা, ছাল-বাকল জোগাড় করে মাকড়শার জাল সেটে বাসা তৈরি করে। স্ত্রী পাখি ২ থেকে ৩ টি ডিম পাড়ে এবং কেবল স্ত্রী পাখিই ডিমে তা দেয়। ডিম ফুটে বাচ্চা বের হলে স্ত্রী-পুরুষ উভয়ে মিলেই বাচ্চাদের খাবার খাওয়ায়। বর্তমানে এই প্রজাতিটি কোন হুমকির শিকার নয় তাই International Union for Conservation of Nature (IUCN) এদের কম বিপদগ্রস্ত (Least Concerned) বলে ঘোষণা করেছে। https://birdsoftheworld.org/bow/species/scamin1/cur/introduction?login

লাল সহেলি (স্ত্রী)
Avijitsutradhar7176 (আলাপ) ১৫:১০, ৯ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন