ব্যবহারকারী আলাপ:AMINUL Islam Saikat

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: AMINUL Islam Saikat কর্তৃক ২ বছর পূর্বে "আমিনুল ইসলাম সৈকত" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম[সম্পাদনা]

আমিনুল ইসলাম সৈকত[সম্পাদনা]

কবি আমিনুল ইসলাম সৈকত একজন বাংলাদেশী কবি লেখক ও ছড়াকার। কবি মোঃ আমিনুল ইসলাম সৈকত ১৯৯৯ সালের ৩০ ডিসেম্বর নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় জন্মগ্রহন করেন।পিতা- মোঃ সিরাজ উদ্দিন ( প্রধান শিক্ষক) ও মাতাঃ কামরুন্নাহার বেগম (গৃহিণী)। শৈশব থেকেই তার কাব্যের প্রতি ঊন্মেষ ঘটতে থাকে। সাপ্তাহিক সাহিত্য সঞ্চারে লেখা প্রকাশিত হওয়ার মাধ্যমে তিনি সাহিত্যর প্রতি আরও আগ্রহী হন। তিনি পেশায় একজন ছাত্র। বর্তমানে গনিত বিষয়ের উপর অনার্স ২য় বর্ষে অধ্যয়ন করছেন।গান,গল্প,ছড়া, কবিতা লিখছেন নিয়মিত। কবি লিখতে, ছবি আঁকতে ও গান গাইতে ভালোবাসেন।লেখালেখির জন্য একাধিক সাহিত্য পুরষ্কার পেয়েছেন। তার লেখা কবিতা প্রায় ৭০টি।তার যৌথ প্রকাশিত গ্রন্থঃ নীলাদ্রি কাব্যসম্ভার,বড় আশা করে আছি ও কবির প্রেম কবিতায় AMINUL Islam Saikat (আলাপ) ১৬:৩৫, ১২ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন