বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:মোঃ তানভীর- ই - ইলাহি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

মোঃ তানভীর- ই - ইলাহি

মোঃ তানভীর- ই - ইলাহি ২০০১ সালের ৬-ই সেপ্টেম্বর বরিশাল মিশন হাসপাতালে জন্মগ্রহন করেন। তার পিতার নাম মোহাঃ গিয়াস উদ্দীন। পেশায় একজন সহকারী অধ্যাপক। তার মাতার নাম মোছাঃ নার্গিস খাতুন। পেশায় একজন গ্রহিনী। মাতার চাকুরী সূত্রে মোঃ তানভীর- ই - ইলাহির জন্ম বরিশালে। তার মাতা বিলিং সহকারী হিসেবে বরিশাল পল্লি বিদুৎ এ কর্মরত ছিলেন। তার গ্রামের বাসা মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামে। গ্রামের বাসা থেকে চাকুরীস্থল অনেক দূরে হওয়ায় পরিবর্তীতে তার মাতা সেচ্ছায় চাকুরী ছেড়ে দেন।

মোঃ তানভীর- ই - ইলাহির শিক্ষাজীবন শুরু হয় স্থানীয় আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে।